সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি জানা গেল অ্যান্ড্রয়েড ৭.০ আপডেট বিশিষ্ট LG-র প্রথম স্মার্টফোন V20-র দাম৷ ভারতে স্মার্টফোনটির মুক্তি আসন্ন৷ হ্যান্ডসেটটির দাম ধার্য হয়েছে ৪৯,৯৯০ টাকা৷ তবে ঠিক কবে ফোনটি ভারতে লঞ্চ করবে, সেটা এখনও জানা যায়নি৷
চলতি বছরের সেপ্টেম্বরে সান ফ্রান্সিসকোতে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে স্মার্টফোনটি৷ এলজি ভি২০-তে রয়েছে ৫.৭ ইঞ্চির আইপিএস কোয়ান্টাম প্রাইমারি ডিসপ্লে, রয়েছে একটি সেকেন্ডারি ডিসপ্লেও৷ এলজি ভি১০ হ্যান্ডসেটেও এই ফিচার দেখা গিয়েছিল৷
এর ৮ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার সাহায্যে ১৩৫ ডিগ্রি পর্যন্ত ছবি ও ভিডিও তোলা যাবে৷ রয়েছে ১৬ মেগাপিক্সেলের আরেকটি রিয়ার ক্যামেরা৷ ৫ মেগাপিক্সেল, ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স-যুক্ত ফ্রন্ট ক্যামেরার সাহায্যে দুর্দান্ত সেলফি তোলা যাবে৷ রয়েছে ‘অটো শট’ প্রযুক্তি৷ ‘স্মাইল ডিটেকশন’ প্রযুক্তির সাহায্যে হাসলেই ছবি উঠবে এই ফোনে৷ সঙ্গে এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ তো রয়েছেই৷
অন্যান্য স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসা যাক৷ ৪ জিবি র্যামের এই হ্যান্ডসেটে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর৷ ৩২ ও ৬৪ জিবি-র দুটি স্টোরেজ ক্যাপাসিটির ফোন বাজারে আসবে৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে মেমোরি এক্সপ্যান্ডেবল ২৫৬ জিবি পর্যন্ত৷ এই ফোনের ব্যাটারি ৩২০০ এমএএইচ-এর৷
The post ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে LG V20 appeared first on Sangbad Pratidin.