shono
Advertisement

টাক মাথায় গজাবে চুল! দূর হবে খুশকিও, চুলের যত্নে ঘিয়ের ম্যাজিক

জেনে নিন রূপ বিশেষজ্ঞরা কী বলছেন...
Posted: 09:56 PM Mar 05, 2022Updated: 09:56 PM Mar 05, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরম গরম ভাতে ঘি, আহা… এ স্বাদের ভাগ হবে না। কিন্তু জানেন, ঘি শুধু খেলেই হল না। মাখলেও দারুণ উপকার। ব্যাপারটা অদ্ভুত লাগছে? পড়ে নিন রূপ বিশেষজ্ঞরা কী বলছেন…

Advertisement

১) দূষণের কারণে চুল তার জেল্লা হারিয়ে ফেলছে? চুলের যত্নে দারুণ কাজ করে ঘি। দু চামচ ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিন এক চামচ নারকেল তেল। সপ্তাহে একদিন চুলে ভাল করে মেখে নিন। তারপর কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। দেখবেন জেল্লা ফিরে আসবে।

২) অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। এই সমস্যাও দূর করতে পারে ঘি। সপ্তাহে একদিন অল্প ঘি হালকা গরম করে চুলে মাসাজ করুন।

৩) দিন দিন চুল পাতলা হয়ে আসছে? সপ্তাহে একবার ঘি মাসাজ করুন। সঙ্গে মিশিয়ে নিন অল্প নারকেল তেল। দেখবেন আপনার মাথায় ধীরে ধীরে চুল গজাবে। চুল পড়ার সমস্যাও দূর হবে।

[আরও পড়ুন: শুধু সাজের জন্য নয়, টিপ পরলে শরীরও থাকবে ভাল! বলছেন বিশেষজ্ঞরা]

৪) ঘিয়ে থাকা ফ্যাটি অ্যাসিড মাথার ত্বককে পুষ্টি দিয়ে চুলের গোড়াকে ভেতর থেকে আর্দ্র করে, ফলে চুল নরম ও মসৃণ এবং ঝকঝকে হয়।

৫) ঘিয়ের সঙ্গে আমলকি বা পেঁয়াজের রস মিশিয়ে মাথায় লাগিয়ে নিন। এরপর ভাল করে মাসাজ করুন। চুলের বৃদ্ধিতে সাহায্য করবে এই মিশ্রণ।

তবে মাথায় রাখবেন চুলে ঘি ব্যবহারের পর অবশ্যই শ্যাম্পু করে নেবেন। রাতে শোয়ার সময় চুলে ঘি ব্যবহার করবেন না। 

[আরও পড়ুন: ঝরে পড়া চুল দিয়ে তৈরি হচ্ছে সোয়েটার! তাক লাগাল ফ্যাশন ডিজাইনারের নয়া সৃষ্টি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement