shono
Advertisement
Zoho Pay

এবার ঘুম ছুটবে ফোন পে, গুগল পে-র, বাজারে আসছে ভারতের 'জোহো পে'!

কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসছে 'জোহো পে'।
Published By: Kishore GhoshPosted: 08:30 PM Oct 27, 2025Updated: 09:07 PM Oct 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ইউপিআই পেমেন্ট অ্যাপে আত্মনির্ভর ভারত! চাপে পড়তে চলেছে ফোন পে কিংবা গুগল পে-র মতো 'গ্লোবাল জায়েন্ট' সংস্থা। কারণ বাজারে আসছে ভারতীয় 'জোহো পে' (ZOHO Pay)। দেশীয় সংস্থার তৈরি এই ইউপিআই পেমেন্ট অ্যাপের একেবারে অন্তিম পর্যায়ের পরীক্ষা চলছে। সূত্রের খবর, কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসছে 'জোহো পে'।

Advertisement

জোহোর চ্যাটিং ও কলিং অ্যাপ আরাট্টাইয়ের সঙ্গে যুক্ত হয়ে 'জোহো পে' আসতে চলেছে। 'জোহো পে' অ্যাপের উদ্দেশ্য হল ব্যবহারকারীদের নিরাপদ লেনদেনের অভিজ্ঞতা দেওয়া। গ্রাহকরা যেন চ্যাট ইন্টারফেস না ছেড়েও টাকা পাঠাতে বা গ্রহণ করতে পারেন, সেই দিকে নজর দিতেই আরাট্টাইয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে 'জোহো পে'-কে। বর্তমানে অ্যাপটির বিটা ভার্সন চালু রয়েছে। খুব শীঘ্রই এটি ধাপে ধাপে দেশের সাধারণ মানুষের জন্য চালু হবে বলে জানা গিয়েছে।

জোহো ইউপিআই অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেন তো করা যাবেই। পাশাপাশই বিভিন্ন ধরনের বিল পেমেন্ট, মোবাইল নেটওয়ার্ক রিচার্জ করা যাবে। চ্যাট ইন্টারফেস থেকেই না বেরিয়েও এই কাজগুলি করা যাবে। 'জোহো পে'-র উদ্দেশ্য হল তাদের সমস্ত রকম পরিষেবা এক ছাতার তলায় আনা। যাতে করে গ্রাহকরা আরও সহজে তা ব্যবহার করতে পারেন।

উল্লেখ্য, ‘মেড ইন ইন্ডিয়া’ ব্র্যান্ড হিসেবে আরাট্টাই ইতিমধ্যে জনপ্রিয়। এই অ্যাপ ১ কোটির বেশি ডাউনলোড করা হয়েছে। গুগল প্লে স্টোরে এই অ্যাপে ৪.৭ রেটিং দিয়েছে ১ লক্ষেরও বেশি মানুষ। এই প্ল্যাটফর্মে ইউপিআই পেমেন্ট পরিষেবা যুক্ত হলে তা দ্রুত একটি ‘সুপার-অ্যাপে’ পরিণত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জোহোর চ্যাটিং ও কলিং অ্যাপ আরাট্টাইয়ের সঙ্গে যুক্ত হয়ে 'জোহো পে' আসতে চলেছে।
  • জোহো ইউপিআই অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেন তো করা যাবেই।
Advertisement