shono
Advertisement
ECI

ভোটার তালিকায় 'ভূত' খুঁজতে এবার কমিশনের হাতিয়ার 'যন্ত্র মগজ', মিলবে কি সাফল্য?

ব্য়াপারটা কী?
Published By: Tiyasha SarkarPosted: 04:01 PM Nov 18, 2025Updated: 04:18 PM Nov 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকা ত্রুটিমুক্ত করছে রাজ্যে চলছে এসআইআর। লক্ষ্য একটাই, কোনও ভুয়ো ভোটারের নাম যেন না থাকে। সেই উদ্দেশ্য সফল করতে এবার নির্বাচন কমিশনের হাতিয়ার আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অর্থাৎ এআই। এবার ভুয়ো ও মৃত ভোটারদের চিনিয়ে দেবে যন্ত্র মগজ!

Advertisement

ব্যাপারটা ঠিক কী? কী কাজ করবে এআই? জানা গিয়েছে, রাজ্যে এমন অনেকেই আছেন, যারা একইসঙ্গে একাধিক কেন্দ্রের ভোটার। তাঁদের শনাক্ত করবে এআই। নিশ্চয় ভাবছেন কীভাবে? ভোটার তালিকায় সকলেরই ছবি রয়েছে। সেই ছবি স্ক্যান করবে কৃত্রিম মেধা। একই ছবির পরিপ্রেক্ষিতে একাধিক এপিক নম্বর থাকলে তা সহজেই চিহ্নিত করবে এআই। ফলে কমিশনের কাজ অনেক সহজ হবে। শুধু তাই নয়, কম সময়েই ভুয়ো ভোটারদের শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

এবিষয়ে কমিশনের এক আধিকারিক বলেন, "পরিয়ায়ী শ্রমিকদের ছবির অপব্যবহারের অভিযোগ রয়েছে ভুরিভুরি। অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে, শ্রমিকেরা বাইরে কাজে করেন। কিন্তু তাঁদের ছবি ব্যবহার করে ভুয়ো ভোটার কার্ড তৈরি করা হচ্ছে। এবার এআই-এর ফেসিয়াল ম্যাচিং প্রযুক্তির সহযোগিতায় এই সকল ভুয়ো নাম বাদ দেওয়া যাবে খুব সহজেই।" তবে এতে বিএলওদের দায়িত্ব বা গুরুত্ব কোনওটাই কমবে না। তালিকা যাচাইয়ের মূল দায়িত্ব থাকবে তাঁদের কাঁধেই। তবে এআই তাঁদের সহযোগিতা করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোটার তালিকা ত্রুটিমুক্ত করছে রাজ্যে চলছে এসআইআর। লক্ষ্য একটাই, কোনও ভুয়ো ভোটারের নাম যেন না থাকে।
  • সেই উদ্দেশ্য সফল করতে এবার নির্বাচন কমিশনের হাতিয়ার আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অর্থাৎ এআই।
  • এবার ভুয়ো ও মৃত ভোটারদের চিনিয়ে দেবে যন্ত্র মগজ!
Advertisement