shono
Advertisement
SIR

SIR-এর নামে ওটিপি চাইলে দেবেন না! সাইবার জালিয়াতি রুখতে সতর্কবার্তা কমিশন-পুলিশের

জালিয়াতি রুখতে তৎপর পুলিশ ও নির্বাচন কমিশন।
Published By: Tiyasha SarkarPosted: 08:44 PM Nov 17, 2025Updated: 08:44 PM Nov 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: SIR -এর নামে ওটিপি নিয়ে জালিয়াতির আশঙ্কা। আগেভাগে আমজনতাকে সতর্ক করল নির্বাচন কমিশন ও পুলিশ। সোশাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্টভাবে জানানো হল, এসআইআরের ফর্মপূরণে মোবাইল নম্বর দিতে হলেও ওটিপি ভেরিফিকেশনের কোনও বিষয় নেই। তাই কেউ ফর্মপূরণের নামে ওটিপি চাইলে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

Advertisement

বিভিন্ন সংস্থা নাম করে, আধার কার্ডের ভেরিফিকেশন, ব্যাঙ্কের নাম করে ওটিপি নিয়ে জালিয়াতির ঘটনা নতুন নয়। প্রায়ই এই পদ্ধতিতে ফাঁদ পেতে আমজনতার অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় প্রতারকরা। গত কয়েকবছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে এহেন একাধিক অভিযোগ জমা পড়েছে ভুরি ভুরি। তদন্তে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কিনারা করা যায়নি, এমন কেসও রয়েছে। তবে বারবার পুলিশ-প্রশাসনের তরফে রাজ্যবাসীকে সতর্ক করা হয়েছে। ফোন করে ওটিপি চাইলে কাউকে তা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বারবার।

জানা যাচ্ছে, এসআইআরের আবহেও জালিয়াতির চেষ্টা আশঙ্কা করা হচ্ছে। আগেভাগেই তা নিয়ে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন ও পুলিশ। রাজ্য পুলিশের তরফে সোশাল মিডিয়ায় সাফ জানানো হয়েছে, এসআইআর-এর ফর্ম পূরণে কোনও ওটিপির প্রয়োজন পড়ে না। তাই কেউ ওটিপি চাইলে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রত্যেককে সতর্ক থাকার কথা বলেছে পুলিশ ও কমিশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • SIR -এর নামে ওটিপি নিয়ে জালিয়াতির আশঙ্কা। আগেভাগে আমজনতাকে সতর্ক করল নির্বাচন কমিশন ও পুলিশ।
  • সোশাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্টভাবে জানানো হল, এসআইআরের ফর্মপূরণে মোবাইল নম্বর দিতে হলেও ওটিপি ভেরিফিকেশনের কোনও বিষয় নেই।
  • তাই কেউ ফর্মপূরণের নামে ওটিপি চাইলে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 
Advertisement