সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ টাকা হোক বা ৫০ হাজার, এখন সকলেই ইউপিআই লেনদেনই করেন। কারণ, এতে ক্যাশ বয়ে বেড়ানোর ঝক্কি নেই। কিন্তু সমস্যা একটাই, ধরুন রেস্তরাঁয় গিয়ে খাওয়া দাওয়া শেষে দেখলেন, ইন্টারনেট কাজ করছে না! তাহলেই সর্বনাশ! কারণ, ইন্টারনেট ছাড়া তো অনলাইন পেমেন্ট সম্ভব না। কিন্তু জানেন কি নেট ছাড়াও ইউপিআই লেনদেন সম্ভব। হ্যাঁ, শুনে অবাক হলেও এটাই সত্যি। চলুন আজ জেনে নেওয়া যাক পদ্ধতি।
১. আপনার ব্যাঙ্কে যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে সেটি থেকে *99# ডায়াল করুন।
২. ১৩ টি ভাষার অপশন পাবেন। নিজের পছন্দমতো ভাষা বেছে নিন।
৩. ব্যাঙ্কের IFSC কোড দিন।
৪. যে অ্যাকাউন্ট থেকে ইউপিআই করতে চান, সেটি বেছে নিন।
৫. ডেবিট কার্ডের শেষ ৬ টি ডিজিট ও এক্সপায়ারি ডেট দিন।
৬. ব্যস, ভেরিফাই হয়ে গেলেই অফলাইনেই ইউপিআই লেনদেন করতে পারবেন।
৭. আবার *99# ডায়াল করুন।
৮. মেনু থেকে ১ বেছে নিন লেনদেনের জন্য।
৯. ইউপিআই, মোবাইল নম্বর বা বেনিফিসিয়ারি, যেভাবে পেমেন্ট করতে চান, তা বেছে নিন।
১০. যাকে টাকা পাঠাবেন তাঁর মোবাইল নম্বর অথবা ইউপিআই আইডি দিন।
১১. পেমেন্ট ডিটেল মিলিয়ে নিন।
১২. এবার পিন নম্বর দিন।
১৩. ব্যস, আপনার কাজ শেষ। এবার টাকা পাঠানোর মেসেজ পেয়ে যাবেন। তবে মনে রাখবেন এই পদ্ধতিতে সর্বোচ্চ ৫০০০ টাকা পাঠানো যায়।
