shono
Advertisement
Apology

সোশাল মিডিয়াজুড়ে ভালো কাজের জন্য ক্ষমা চেয়ে পোস্টের ঝড়! ব্যাপারটা কী?

জেনে নিন ক্ষমাপ্রার্থনার নেপথ্যে লুকিয়ে থাকা গল্প।
Published By: Tiyasha SarkarPosted: 11:52 PM Nov 09, 2025Updated: 11:52 PM Nov 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপরাধের জন্য ক্ষমা চাওয়া খুব স্বাভাবিক। কিন্তু ভালো কাজের জন্য দুঃখপ্রকাশ! সোশাল মিডিয়ায় এরকমই পোস্টের ঝড়। নাম করা ব্র্যান্ড থেকে বিখ্যাত ব্যক্তিত্ব, অনেকেই নিজেদের গুণের জন্য ক্ষমা চাইছেন অবলীলায়! স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে. কী হলটা কী! ভালো কাজের জন্য ক্ষমা প্রার্থনা! কেউ জানতে চাইছেন ব্যাপারটা কী, কেউ আবার না বুঝেই এড়িয়ে যাচ্ছেন। কেউ কেউ উপভোগ করছেন। চলুন জেনে নেওয়া যাক এই ক্ষমাপ্রার্থনার নেপথ্যে লুকিয়ে থাকা গল্প।

Advertisement

এটা আদতে প্রচার কৌশল। যা শুরু হয়েছিল ফিলিপিন্সে। যা সেখানকার বাসিন্দাদের নজর কেড়েছিল। সেই ট্রেন্ড এবার ভারতে। সোশাল মিডিয়া ঘাটতে ঘাটতে দেখলেন ওয়ালে বিখ্যাত কোনও ব্র্যান্ডের ক্ষমা প্রার্থনা করা পোস্ট। স্বাভাবিকভাবেই তা আপনার নজর কাড়বে। স্বাভাবিক কৌতুহলেই আপনি পুরোটা পড়েও ফেলবেন। কিন্তু না, দোষ-ত্রুটি কিন্তু পাবেন না। উলটে জেনে যাবেন তাঁদের বিশেষত্ব। তাঁদের সংস্থার ভালো দিকগুলো। যা আসলে আপনাকে তাঁদের ভালো দিকগুলো জানতে বাধ্য করছে অন্য উপায়ে। যা মন কেড়েছে নেটিজেনদের।

 

ইতিমধ্যেই একাধিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা, প্রযোজনা সংস্থা, ফুড চেন-সহ বহু প্রতিষ্ঠান এধরনের পোস্ট করেছে। আর 'চালাকি' ভরা বিজ্ঞাপন যে ফলপ্রসু হয়েছে তা বলাই বাহুল্য। তবে ভাববেন না শুধু সংস্থাগুলি মুনাফা পেতেই এই ধরনের পোস্ট করছেন। স্রোতে গা ভাসিয়ে নেটিজেনরাও স্রেফ মজা করতে সোশাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিচ্ছেন!   

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাম করা ব্র্যান্ড থেকে বিখ্যাত ব্যক্তিত্ব, অনেকেই নিজেদের গুণের জন্য ক্ষমা চাইছেন অবলীলায়!
  • এটা আদতে প্রচার কৌশল। যা শুরু হয়েছিল ফিলিপিন্সে।
Advertisement