shono
Advertisement
Mobile

বেড়াতে গেলে হু হু করে শেষ হয় মোবাইলের চার্জ! জেনে নিন আয়ু বাড়ানোর উপায়

এই টিপসগুলি মাথায় রাখলেই কেল্লাফতে!
Published By: Tiyasha SarkarPosted: 06:03 PM Oct 23, 2025Updated: 06:03 PM Oct 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোন ছাড়া এক মুহূর্তও এখন আর কেউ কল্পনাও করতে পারেন না। ঘুম থেকে উঠে আট থেকে আশি সকলেই চোখ রাখেন মোবাইলের স্ক্রিনে। ঘুরতে গেলেও একই, ফোন ছাড়া জাস্ট অসম্ভব! যোগাযোগ শুধু নয়, রাস্তা চিনে গন্তব্যে পৌঁছনো থেকে ছবি তোলা, সবেতেই প্রয়োজন সেই ফোনই। কিন্তু প্রায় সকলেই লক্ষ্য করেন বেড়াতে গেলে যেন স্বাভাবিকের তুলনায় দ্রুত গতিতে শেষ হয় চার্জ। কখনও ভেবেছেন কেন এমন হয়? চলুন আজ জেনে নেওয়া যাক কারণ ও সমস্যা সমাধানের পদ্ধতি।

Advertisement

১. ঘুরতে যাওয়া মানেই পাহাড়, সমুদ্র বা জঙ্গল। শহর থেকে দূরে কোলাহল মুক্ত এলাকাই এখন সকলের বেশি পছন্দ। ওই সমস্ত এলাকায় স্বাভাবিকভাবেই নেটওয়ার্ক থাকে দুর্বল। এদিকে মোবাইল তো নেটওয়ার্কের হদিশ পাওয়ার চেষ্টা করতেই থাকে, তাই চাপ পড়ে ব্যাটারিতে। দ্রুত শেষ হয় চার্জ।

২. এখন প্রায় সকলেই নিজে নিজের টুর গাইড। যাবতীয় প্ল্যানিং, টিকিট কাটা, স্টেশন বা বিমান বন্দরে নেমে কীভাবে কোথায় যাবেন সকলে নিজেই তার পরিকল্পনা করেন। ভরসা গুগল ম্যাপ। সেই সঙ্গে নতুন জায়গায় যাওয়া মানেই ছবি, ভিডিও তোলার হিড়িক। সেইসঙ্গে সোশাল মিডিয়া তো রয়েছেই। সব মিলিয়ে ফোনের ব্যবহার হয় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। ফলে দ্রুত শেষ হয় চার্জ।

৩. আবহাওয়ার উপরও নির্ভর করে মোবাইলের চার্জ। তাপমাত্রা বেশি থাকলে ফোন গরম হয়ে যায়। ফলে দ্রুত গতিতে শেষ হয় ব্যাটারি। তাপমাত্রা কম থাকলেও তারও প্রভাব পড়ে চার্জে।

কিন্তু এই সমস্যা সমাধানে কী করবেন?

চেষ্টা করবেন খুব প্রয়োজন ছাড়া সোশাল মিডিয়া ব্যবহার না করার। ম্যাপ বা অন্য কারণে দরকার না হলে নেট বন্ধই রাখুন। প্রয়োজন পড়লে ইন্টারনেট অন করে নেবেন। সুযোগ পেলেই চার্জ দিন। তবে অবশ্যই সঙ্গে রাখবেন পাওয়ার ব্যাঙ্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চেষ্টা করবেন খুব প্রয়োজন ছাড়া সোশাল মিডিয়া ব্যবহার না করার।
  • ম্যাপ বা অন্য কারণে দরকার না হলে নেট বন্ধই রাখুন। প্রয়োজন পড়লে ইন্টারনেট অন করে নেবেন।
Advertisement