shono
Advertisement
Instagram

হাজার চেষ্টাতেও খুঁজে পান না হারিয়ে যাওয়া রিল? নয়া ফিচার নিয়ে হাজির Instagram!

কী জানাচ্ছে সংস্থা?
Published By: Tiyasha SarkarPosted: 04:26 PM Oct 26, 2025Updated: 04:40 PM Oct 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি, সকলেই শত ব্যস্ততার মাঝে সময় পেলেই নজর রাখেন সোশাল মিডিয়ায়। ৩০ সেকেন্ডের রিল নিমেষে ভালো করে দেয় মন। কিন্তু সমস্যাও রয়েছে। অনেক সময় কোনও রিল খুব ভালো লাগলেও পরে তা আর খুঁজে পাওয়া যায় না। মানে একবার স্ক্রল করে গেলে আর পুরনো রিলের হদিশ মেলে না। সেই সমস্যা সমাধানে এবার দারুন ফিচার নিয়ে হাজির Insagram।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? হয়তো মন দিয়ে কোনও রিল দেখছেন, আচমকা ফোন বা মেসেজ। ব্যাস, হারিয়ে যায় সেই রিল। কোনওভাবেই খুঁজে পাওয়া যায় না ওই রিল। ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই এই সমস্যা সমাধানের আর্জি জানাচ্ছিল। সংস্থার তরফে অ্যাডাম মোসেরি জানিয়েছে, সেদিক মাথায় রেখেই নয়া এক ফিচার এনেছে সংস্থা। যার নাম 'Watch History'। তিনি বলেন, "আশা করা যাচ্ছে, আগে যা খুঁজে পেতেন না এবার তা খুঁজে পাবেন। এবং এটা আপনাদের জন্য খুব সহজ হবে।" অর্থাৎ এখন থেকে ইনস্টাগ্রামে থাকছে এমন এক ফিচার, যার মাধ্যমে আপনি যে যে ভিডিও দেখেছেন, তা খুঁজে পাবেন নিমেষেই। এই ফিচারের কথা ঘোষণা হতেই সোশাল মিডিয়ায় ইতিবাচক মন্তব্যের বন্যা।

কিন্তু কীভাবে দেখবেন 'Watch History'?

১. প্রথমে অ্যাপটি খুলুন।
২. চলে যান সেটিংস অপশনে।
৩. এরপর ক্লিক করুন অ্যাকটিভিটিতে।
৪. সেখানেই পাবেন 'Watch History' অপশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হয়তো মন দিয়ে কোনও রিল দেখছেন, আচমকা ফোন বা মেসেজ। ব্যাস, হারিয়ে যায় সেই রিল। কোনওভাবেই খুঁজে পাওয়া যায় না ওই রিল।
  • ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই এই সমস্যা সমাধানের আর্জি জানাচ্ছিল।
  • সংস্থার তরফে অ্যাডাম মোসেরি জানিয়েছে, সেদিক মাথায় রেখেই নয়া এক ফিচার এনেছে সংস্থা। যার নাম 'Watch History'।
Advertisement