সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল-প্যালেস্টাইনের (Israel-Palestine War) পুরনো শত্রুতায় ফের রক্তাক্ত মধ্যপ্রাচ্য। হামাস (Hamas)বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা থেকে যুদ্ধের সূত্রপাত সপ্তাহখানেক আগে। প্রত্যাঘাত করেছেন ইজরায়েলি সেনাও। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। দু পক্ষের সংঘর্ষে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। সোশাল মিডিয়ার দৌলতে ইজরায়েল, প্যালেস্টাইনের পরিস্থিতি এখন জানে গোটা বিশ্ব। এবার এই যুদ্ধের প্রভাব পড়ল ফ্যাশন শো-তেও। বিখ্যাত শো ‘ল্যাকমে ফ্যাশন উইকে’ (Lakme Fashion Week) এক মডেল হাঁটলেন গাজা ভূখণ্ডকে রক্ষার আবেদন নিয়ে। তাঁর হাতের পোস্টারে লেখা – ‘গণহত্যা থেকে গাজাকে বাঁচান’। মডেলের রাজনৈতিক মনোভাব ফ্যাশন শো-র (Fashion Show) মঞ্চে এভাবে প্রকাশ্যে আসায় যথেষ্ট বিতর্কের অবকাশ তৈরি হয়েছে।
শুক্রবার থেকে গাজা ভূখণ্ডে (Gaza Strip) অভিযান শুরু করেছে ইজরায়েলি সেনাবাহিনী। বহু পণবন্দির দেহ উদ্ধার করা হয়েছে বলেও খবর। এই বিষয়ে ইজরায়েলের সেনার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়াল হাগারি জানিয়েছেন, হামাস বাহিনীর রকেট হামলাকে প্রতিহত করার জন্য ইজরায়েলের (Israel) সেনাবাহিনী ট্যাঙ্কের মাধ্যমে অভিযান চালাচ্ছে। যে যে অঞ্চলে পণবন্দিদের রাখা হয়েছে, সেই জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা চলছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তাতে গাজা সীমান্তে প্রচুর সেনা মোতায়েন রয়েছে। রাষ্ট্রের নির্দেশ পেলেই পুরোদমে গাজায় পালটা হামলা শুরু হবে।
[আরও পডুন: ৬ দিনের নাতিকে বিক্রির অভিযোগ দিদিমার বিরুদ্ধে, ব্যাপক চাঞ্চল্য শান্তিপুরে]
এমনই যখন দু দেশের যুদ্ধ পরিস্থিতি, ঠিক সেসময় সন্ধের বিনোদনে যুদ্ধের আঁচ! মুম্বইয়ে আয়োজিত বিখ্যাত ‘ল্যাকমে ফ্যাশন উইকে’র শেষ দিনে ছন্দপতন। এক মডেল জিন্স, টি-শার্ট, জ্যাকেট, স্কার্ফে সেজে র্যাম্পে উঠে পড়েন। হাতে তাঁর পোস্টার। তাতে লেখা – ‘সেভ গাজা ফ্রম জেনোসাইড’। অর্থাৎ গণহত্যা থেকে গাজাকে বাঁচান। মডেলের এহেন আচরণ নিয়ে নানা মুনির নানা মত। কেউ কেউ তাঁর এই সাহসের প্রশংসা করেছেন। তাঁদের বক্তব্য, র্যাম্প তো শুধু নিজেকে প্রদর্শনের নয়। তা সমাজ সচেতনতার মঞ্চও বটে। আর সেই মঞ্চে নিজের রাজনৈতিক মতাদর্শ তুলে ধরেছেন এই মডেল। আরেকপক্ষ প্রশ্ন তুলেছেন, এটা কি ব্যক্তিগত মতপ্রকাশের মঞ্চ?