সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যারা চাকরি খুঁজছেন মূলত তাঁরা, তবে কমবেশি সকলেই LinkedIn-অ্যাপের সঙ্গে পরিচিত। সকলেই এটিকে চেনেন চাকরি সংক্রান্ত অ্যাপ হিসেবেই। জানেন কি অন্যরকম এক ফিচার নিয়ে আসছে এই প্ল্যাটফর্মটি। মূলত ব্যবহারকারীদের বিনোদনের জন্যই ফিচার।
ব্যাপারটা ঠিক কী? সংস্থা সূত্রে জানা গিয়েছে, LinkedIn-এবার আসতে চলছে শর্ট ভিডিও ফিচার। অর্থাৎ ওই অ্যাপে চাকরি সংক্রান্ত তথ্যের পাশাপাশি বিনোদনের জন্য থাকবে ছোট ছোট ভিডিও। থাকবে ‘ভিডিও’ ট্যাব। ভাবছেন তো কোন ধরনের ভিডিও আসবে আপনার ওয়ালে? উত্তর দিয়েছে সংস্থা। জানা গিয়েছে, রেলেভ্যান্ট ভিডিওই যাবে ব্যবহারকারীদের ওয়ালে। সংস্থার দাবি, নতুন এই ফিচারের হাত ক্রিয়েটিভিটির হাবে পরিণত হবে এই অ্যাপ। এর আগে গেমিং ফিচার অ্যাড করেছিল LinkedIn।
[আরও পড়ুন: নিয়ম ভঙ্গের জের, ভারতের ২২ লক্ষের বেশি ভিডিও ডিলিট করল YouTube]
প্রসঙ্গত, বর্তমানে সকলেই শর্ট ভিডিওর সঙ্গে পরিচিত। দিনভর হাজারো কাজের মাঝে একটু সময় পেলেই সকলেই টুক করে ঢুঁ মেরে আসেন ইনস্টাগ্রাম (Instagram) বা ফেসবুকে। উদ্দেশ্য একটাই, শর্ট ভিডিও। এবার LinkedIn-এও দেখতে পারবেন ভিডিও। যা আকর্ষণ বাড়াবে বলেই মনে করছে সংস্থা।