সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার কার্ডের অপব্যবহারের অভিযোগ ভুরিভুরি। সেই সমস্যা সমাধানে এবার নয়া অ্যাপ আনল কেন্দ্র। হোটেল বুকিং হোক না অন্যত্র, স্রেফ কিউআর কোড স্ক্যান করলেই মিলবে প্রয়োজনীয় তথ্য। ফলে আধার কার্ডে থাকা সম্পূর্ণ তথ্য ফাঁস হওয়ার কোনও সম্ভাবনা থাকবে না। পাশাপাশি ঘরে বসেই আপডেট করতে পারবেন আধারের যাবতীয় তথ্য।
ব্যাপারটা ঠিক কী? হোটেল বুকিং থেকে শুরু করে প্রায় সবক্ষেত্রেই এখন পরিচয় পত্র হিসেবে আধার কার্ড মাস্ট। তাই কোথাও বিশেষ কোনও কাজে গেলে তা সঙ্গে রাখতেই হয়। কেউ আবার নিজেদের সুবিধায় সফট কপি কাছে রাখেন। কিন্তু সেক্ষেত্রেও সমস্যা একটাই, আধার কার্ড দিলে যে কারও নাম শুধু নয়, তার জন্ম তারিখ থেকে, ঠিকানা-যাবতীয় তথ্য পেয়ে যায় সংস্থা। তাতেই বাড়ে জালিয়াতির সুযোগ। সেই সমস্যা সমাধানে, আধারের নিরাপত্তায় নয়া অ্যাপ আনল কেন্দ্র।
জানা গিয়েছে, নয়া এই অ্যাপের নাম 'Aadhar'। প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোডের পর দিতে হবে নিজের আধার নম্বর। তারপর ভেরিফিকেশন হলেই আপনার কাজ শেষ। এরপর যেখানে আধার প্রয়োজন, কিউআর কোড স্ক্যান করলেই দিতে পারবেন তথ্য। এক্ষেত্রে আপনার যাবতীয় তথ্য বে-হাত হওয়ার সম্ভাবনা থাকছে না। প্রসঙ্গত, এই অ্যাপের মাধ্যমে ঠিকানা, ফোন নম্বর আপডেট, আধার-মোবাইল নম্বর লিংক-সহ একাধিক কাজ করতে পারবেন। এবার নিশ্চয় ভাবছেন, এই অ্যাপের মাধ্যমে আধার ভেরিফিকেশন কি মানবে হোটেল বা সংস্থাগুলি? উত্তর হচ্ছে, হ্যাঁ। তাই চিন্তার কোনও কারণ নেই। এখনই ডাউনলোড করে ফেলুন অ্যাপটি।
