shono
Advertisement

এবার আনলিমিটেড ভয়েস কলে রাশ টানতে চলেছে Jio

আর আনলিমিটেড কল করা যাবে না? The post এবার আনলিমিটেড ভয়েস কলে রাশ টানতে চলেছে Jio appeared first on Sangbad Pratidin.
Posted: 02:36 PM Oct 02, 2017Updated: 09:06 AM Oct 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে বরাবর সুখবরই শুনিয়েছে জিও। কখনও আনলিমিটেড ভয়েস কল, তো কখনও অফুরন্ত ডেটা দিয়ে নেট ব্যবহারকারীদের খুশি করেছে।  চলতি উৎসবের মরশুমেও জিও ওয়াইফাই ডিভাইসের ৯৯৯ টাকার অফারের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে এসবের পাশাপাশি অন্য একটি দুঃসংবাদও আছে। এবার আনলিমিটেড ভয়েস কলের ক্ষেত্রে রাশ টানতে চলেছে মুকেশ আম্বানির সংস্থাটি।

Advertisement

[  উৎসবের মরশুমে ফের নয়া অফার নিয়ে হাজির Jio ]

জিও ব্যবহারের মূল উদ্দেশ্য অনেকের কাছেই ছিল যথেচ্ছ ডেটা ব্যবহার ও ভয়েস কল করা। গোড়ার দিকে সে সুবিধা দিয়েছিল সংস্থাটি। পরে ডেটা ব্যবহারের রাশ টানে। এবার সেভাবে ভয়েস কলেও নিয়ন্ত্রণ আনতে চলেছে। অর্থাৎ জিও-র ব্যবহারকারীরা চাইলেই আর অফুরন্ত কথা বলতে পারবেন না। কিন্তু সকলের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। বিশেষ কিছু গ্রাহকের ক্ষেত্রেই ভয়েস কলে লাগাম টানা হবে। কাদের ক্ষেত্রে এই কড়া নিয়ম বলবৎ হচ্ছে? জানা যাচ্ছে, জিও-র এই সুবিধার খাতিরে বহু গ্রাহকই তার অপব্যবহার করে চলেছেন। কেউ কেউ দিনে প্রায় ১০ ঘণ্টা করে কথা বলেছেন। প্রোমোশনাল কলেও ব্যবহার করা হচ্ছে। এই ধরনের ব্যবহারকারীকেই শনাক্ত করা হয়েছে। তাদের ক্ষেত্রেই আনলিমিটেড ভয়েস কলের সুবিধা নিয়ন্ত্রণ করা হবে বলে জানা যাচ্ছে। ডেটা ব্যবহারের ক্ষেত্রে যেরকম ১ জিবি সীমা বেঁধে দেওয়া হয়েছে, এক্ষেত্রেও সেরকমই কোনও পদক্ষেপ করা হবে বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, এই সীমা হবে দিন প্রতি তিনশো মিনিট।

[  শরীরে রোগের বাসা! নিয়মিত নাভির যত্ন নেন তো? ]

The post এবার আনলিমিটেড ভয়েস কলে রাশ টানতে চলেছে Jio appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement