অভিষেক চৌধুরী, কালনা: নজরকাড়া রঙ, এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে পুজোর বাজার মাতাচ্ছে তন্তুজ। এবারের পুজোয় তন্তুজ (Tantuja) বাজারে নিয়ে এসেছে তাঁতে বোনা আলাদা ছ’টি নকশাপাড়ের সুতির শাড়ি। যাদের নাম রাখা হয়েছে স্বপ্নিল, সহচরী, বনবালা, মুক্তবিহঙ্গ, চতুরঙ্গ ও বলাকা। প্রতিটি শাড়িরই বিপুল চাহিদা রয়েছে বলে জানাচ্ছেন তন্তুজের কর্তারা। কলকাতার সল্টলেকে (Salt Lake) তন্তুজের ডিজাইন সেন্টারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় চলতি সপ্তাহে। উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায়, প্রোকিওরমেন্ট অফিসার অরূপ অধিকারী, চিফ মার্কেটিং অফিসার শিঞ্জিনী মুখোপাধ্যায়, তন্তুজের এক্স ডিরেক্টর তুলসী সিনহারায়-সহ অন্যান্যরা।
বাংলার শাড়ি (Saree), বাংলার তাঁত, বাংলার নকশা শুধু বাংলাতেই নয়, সেই খ্যাতি ও সুনাম ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সেই খ্যাতির স্বীকৃতিও মিলেছে। নকশা বোনায় অসামান্য কৃতিত্বের জন্য বাংলার বিখ্যাত সরকারি বস্ত্রবিপণি ‘তন্তুজ’ এর আগে জাতীয় পুরস্কারও (National Award) পেয়েছে। সেই তন্তুজের শাড়িই এবার পুজোর বাজার মাতাচ্ছে। জানা গিয়েছে, এবারের পুজো উপলক্ষ্যে বাংলার তাঁতশিল্পিদের তৈরী তাঁতে বোনা নকশাপাড়ের ৬টি সুতির শাড়ি নিয়ে আসা হয়েছে। তাদের নাম স্বপ্নিল, সহচরী, বনবালা, মুক্তবিহঙ্গ, চতুরঙ্গ ও বলাকা। ছ’টি নতুন শাড়ি রঙে ও ডিজাইনের (Design) বৈচিত্র্যে একে অপরকে টেক্কা দেবে। চাহিদাও রয়েছে বিপুল পরিমাণে। তবে এতেই যে শেষ তা কিন্তু নয়।
[আরও পড়ুন: পুজোয় আসছে মুখ্যমন্ত্রীর লেখা ও সুরের ৮ গান, মহালয়ায় মুক্তির সম্ভাবনা]
এছাড়া শাড়ির বাজারে আরও বেশ কিছু সম্ভার নিয়ে এসেছে তন্তুজ। বর্তমানে কলকাতার শো-রুমগুলিতে থাকা এই শাড়িগুলি খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা তন্তুজের বিপণি থেকে পাওয়া যাবে। সাধারণ থেকে অভিজাত সকলের কথা ভেবেই তার দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যে। তন্তুজ সূত্রে জানা গিয়েছে, নতুন এই ছ’টি শাড়িই সুতির শাড়ি। নজরকাড়া নীল (Blue) রঙের উপর নকশা পাড়ের স্বপ্নিল, হলুদ (Yellow) রঙের সহচরী, গোলাপি (Pink) রঙের উপর মুক্তবিহঙ্গ, সাদা (White) রঙের বনবালা ও দাবার ছকের নকশায় থাকা চতুরঙ্গ শাড়ি যে সকলেরই নজর কেড়ে নেবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সবকটি শাড়িতেই তাঁতে বোনা নজরকাড়া নকশা পাড় রয়েছে।
ভাল ও গুণমানের এই শাড়িগুলির দৈর্ঘ্য-প্রস্থও বেশ ভাল। ৬ ফুট উচ্চতার মহিলাদের পড়ার ক্ষেত্রেও কোনও অসুবিধা হবে না। তন্তুজর প্রোকিওরমেন্ট অফিসার অরূপ অধিকারী জানান, “প্রতি বছরই তন্তুজর নতুন চমক থাকে। সেই কথাকে মাথায় রেখে তাঁতে বোনা নকশাপাড়ের সুতির শাড়িতে চমক রয়েছে। শাড়িগুলির নামকরণ করেন তন্তুজের স্পেশ্যাল অফিসার তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। প্রতিটি কাপড়ই সুপার ফাইন শাড়ি। মাপ ও বহরও বেশ ভাল। নতুন ডিজাইনের এই শাড়িগুলি বাংলার তাঁতশিল্পের অভিনবত্বকে তুলে ধরছে।”
[আরও পড়ুন: ফুচকা থেকে রসগোল্লা, জি-২০ অতিথিদের মধ্যাহ্নভোজের মেনুতে আর কী?]
পাশাপাশি তন্তুজর অন্যান্য হিট করা শাড়িগুলিও বিপণি কেন্দ্রে থাকছে। দুর্গাপুজো আর মাসখানেক পর। কেনাকাটাও প্রায় শুরু হয়ে গিয়েছে। তাই ষষ্ঠী থেকে দশমীর সাজে সাজতে আগাম প্রস্তুতিটাও শুরু হয়ে গিয়েছে। আর তার আগেই তন্তুজর হিট করা শাড়ির পাশাপাশি নতুন এই শাড়ি সকলেরই মন কেড়ে নিচ্ছে বলে জানান কর্তারা।