shono
Advertisement
Tech News

আচমকা বিশ্বজুড়ে স্তব্ধ এক্স, ChatGPT! চূড়ান্ত হয়রানির শিকার ইউজাররা

দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সংস্থা।
Published By: Tiyasha SarkarPosted: 05:54 PM Nov 18, 2025Updated: 06:25 PM Nov 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা বিশ্বজুড়ে স্তব্ধ এক্স, ChatGPT! কেউ লগ ইন করতে পারছে না এক্স হ্যান্ডেলে। কারও অভিযোগ কিছু পোস্ট করা যাচ্ছে না। এদিকে ওপেন হচ্ছে না ChatGPT, একাধিক ওয়েবসাইটও। সবমিলিয়ে চূড়ান্ত হয়রানির শিকার ইউজাররা। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সংস্থা।

Advertisement

জানা গিয়েছে, ক্লাউড ফেয়ার বিভ্রাটের কারণে আচমকাই স্তব্ধ হয়ে গিয়েছে একাধিক সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট। এক্স হ্যান্ডেলে লগইন, পোস্ট, কমেন্ট কিছুই করা যাচ্ছে না। খুলছে না বহু ওয়েবসাইট। যে কোনও ওয়েবসাইটে ঢুকতে গেলেই ইউজাররা দেখতে পাচ্ছেন, '500 Internal Server Error'। কোথাও দেখাচ্ছে, 'internal server error on Cloudflare’s network, please try again in a few minutes.' একই সমস্যার শিকার 'সংবাদ প্রতিদিন. ইন'-ও। 

তবে এবিষয়ে ক্লাউড ফেয়ারের তরফে জানানো হয়েছে, 'একটা যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। ফলে একাধিক ওয়েবসাইট সমস্যার সম্মুখীন হয়েছে। দ্রুত তা সমাধানের চেষ্টা করা হচ্ছে। বর্তমান সময়ে অধিকাংশ কাজই হয় অনলাইনে। ফলে ক্লাউড ফেয়ার বিভ্রাটে প্রবল সমস্যায় পড়ছেন ইউজাররা। কতক্ষণে সবটা ঠিক হবে, তা বুঝে উঠতেও পারছেন না। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ সকলে। প্রসঙ্গত, এদিন সকালে হোয়াটসঅ্যাপেও সমস্যার সম্মুখীন হয়েছেন বেশ কিছু ইউজার। ওয়েব ভার্সন লগ ইন করা যাচ্ছিল না বলে অভিযোগ করেন অনেকেই। যদিও কিছুক্ষণের মধ্যেই তা মিটে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আচমকা বিশ্বজুড়ে স্তব্ধ এক্স, ChatGPT! কেউ লগ ইন করতে পারছে না এক্স হ্যান্ডেলে। কারও অভিযোগ কিছু পোস্ট করা যাচ্ছে না।
  • এদিকে ওপেন হচ্ছে না ChatGPT,  একাধিক ওয়েবসাইট। সবমিলিয়ে চূড়ান্ত হয়রানির শিকার ইউজাররা। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সংস্থা।
Advertisement