shono
Advertisement

FAU-G’‌র পোস্টারটা অন্তত আসল বানাতে পারতেন’, অক্ষয়কে খোঁচা নেটিজেনদের

সত্যিই কি PUBG'র পালটা হিসেবে বাজারে আসছে FAU-G? The post FAU-G’‌র পোস্টারটা অন্তত আসল বানাতে পারতেন’, অক্ষয়কে খোঁচা নেটিজেনদের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:56 PM Sep 05, 2020Updated: 07:56 PM Sep 05, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ কিছুদিন আগেই দু’দফায় প্রায় ১৫০টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্র সরকার। সেপ্টেম্বর মাসের শুরুতেই PUBG-সহ ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার কথা জানানো হয়। আর PUBG বন্ধ হওয়ায় অনেকেরই মন ভেঙে যায়। সেই দুঃখ নিরসনে উদ্যোগী হন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar)। PUBG-র পালটা হিসেবে ঘোষণা করেন নতুন অ্যাকশন গেম FAU-G’‌র। কিন্তু এই ঘোষণার পরই সরগরম সোশ্যাল মিডিয়া। কিন্তু কেন?‌

Advertisement

[আরও পড়ুন: অ্যাপের মাধ্যমে বিনামূল্যে রোগী দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, অভিনব উদ্যোগ কলকাতা পুরসভার]

আসলে নেটিজেনরা প্রশ্ন তুলছেন গেমটির পোস্টার নিয়ে। নেটিজেনদের অনেকেরই দাবি পোস্টারটি শাটারস্টকের একটি ছবির নকল। দেখতেও দু’‌টিকে একইরকম। পার্থক্য বলতে এই গেমটির পোস্টারে জওয়ানদের হাতে ভারতের পতাকা রয়েছে। অনেকে আবার লেখেন, ‘‌‘‌গোটা গেমটিই যখন নকল করা হবে, তখন স্বাভাবিকভাবে সেটির পোস্টারও নকল করেই তৈরি করা হবে।’‌’ যদিও আরেক ইউজারের দাবি, শাটারস্টক ছবিটি বিক্রি করার জন্যই রেখেছিল। সেখান থেকে নির্মাতারা ছবিটি কিনেও থাকতে পারেন। যদিও সেসমস্ত কিছুই জানানো হয়নি গেমটির নির্মাতাদের পক্ষ থেকে।

 

গেমটির নির্মাতাদের দাবি, পাবজি–সহ ১১৮টি চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি এবং এই নতুন গেম লঞ্চ করার বিষয়টি পুরোটাই কাকতালীয়। প্রধানমন্ত্রী আত্মনির্ভর অ্যাপ বানানোর ডাক দেওয়ার পরই এটা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়। আগেই ঠিক ছিল অক্টোবর মাস শেষ হওয়ার আগেই নতুন এই গেমটি বাজারে আনা হবে। ‌

‌‌[আরও পড়ুন: পাবজিতে নিষেধাজ্ঞা!‌ জানেন এখন কোন অনলাইন গেম খেলতে পছন্দ করেন ধোনি?]

The post FAU-G’‌র পোস্টারটা অন্তত আসল বানাতে পারতেন’, অক্ষয়কে খোঁচা নেটিজেনদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement