ইউটিউব ভিডিও লাইক করতেই খোয়া গেল সাড়ে ৪ লক্ষ! সাইবার প্রতারণায় সর্বস্বান্ত মহিলা

04:21 PM May 22, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিশ্রম ছাড়াই পারিশ্রমিকের লোভ! তাতেই সাইবার প্রতারকের (Cyber Crime) ফাঁদে পড়লেন নয়ডার (Noida) বাসিন্দা এক মহিলা। খোয়ালেন প্রায় সাড়ে লক্ষ টাকা। তাঁকে বলা হয়েছিল কয়েকটি ইউটিউব ভিডিওতে লাইক করলেই মোটা টাকা উপার্জন হবে। সেই কাজ করেই সর্বশান্ত হলেন মহিলা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

দেশে উল্লেখযোগ্য হারে বাড়ছে সাইবার প্রতারণার ঘটনা। প্রতারকদের অন্যতম মাধ্যম হয়ে উঠছে সোশ্যাল মাধ্যম হোয়াটসঅ্যাপ। নয়ডার সেক্টর ৬১-র বাসিন্দাকেও প্রথমে যোগাযোগ করা হয়েছিল হোয়াটসঅ্যাপেই। চাকরির লোভ দেখায় প্রতারকরা। বলা হয়, ইকমার্স ওয়েবসাইটের ইউটিউব ভিডিওগুলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করলেই বাড়িতে বসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন। প্রতারকদের এই কথা বিশ্বাস করেন মহিলা। এরপর তাঁকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে কয়েকটি ইউটিউব ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলা হয়। মহিলার বিশ্বাস অর্জনে তাঁর অ্যাকাউন্টে কিছু টাকাও ঢোকানো হয়। কিন্তু এরপরেই আসল অপরেশন চালায় তারা।

[আরও পড়ুন: ফেসবুক পোস্টে ‘খয়রাতি’ নিয়ে কটাক্ষ সিদ্দারামাইয়াকে, কর্ণাটকে সাসপেন্ড স্কুল শিক্ষক]

Advertising
Advertising

নতুন করে বেশ কয়েকটি ইউটিউব ভিডিও পাঠানো হয় মহিলার কাছে। সেগুলিতে লাইক করতেই মহিলার অ্যাকাউন্ট থেকে খোয়া যায় ৪ লক্ষ ৩৮ হাজার টাকা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে নয়ডার সেক্টর ৫৮ থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

[আরও পড়ুন: প্রসঙ্গ ডিপ্লোমা ডাক্তার, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট]

Advertisement
Next