সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরম ভাতে ঘি! আহা, সে স্বাদ ভোলার নয়। কিন্তু সেই যদি বলা হয়, ঘি খাবেন না, বরং এই শীতকালে মুখে মেখে ফেলুন! হ্যাঁ, বিশেষজ্ঞরা বলছেন, ত্বকে জেল্লা ফেরাতে ঘি কিন্তু দারুণ কাজ করবে। কীভাবে মাখবেন? রইল টিপস
১) ঘি ১ চামচ, কফি, বেসন, হলুদ আর চিনি মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। তার পর কিছুক্ষণ রেখে উষ্ণজলে মুখ ধুয়ে নিন। দেখবেন পাঁচ মিনিটেই ফিরবে ত্বকের জেল্লা।
২) ঘুম থেকে উঠে অল্প একটু ঘি মেখে নিন মুখে। তার পর কিছুক্ষণ রেখে একটা ভেজা কাপড়ে মুখ মুছে নিন। দেখবেন সারা দিন ত্বকে একটা জেল্লা বজায় থাকবে।
[আরও পড়ুন: বেবিবাম্প ঢাকা অনুষ্কার এই পোশাকের দাম জানেন? চক্ষু চড়কগাছ হবে!]
৩) ঘিয়ের সঙ্গে একটু জাফরান মিশিয়ে নিন। তার পর পনেরো মিনিট মাসাজ করুন। দেখবেন চটজলদি সারা মুখে জেল্লা ফিরে আসবে।
৪) ঘিয়ের মধ্যে কমলালেবুর খোসা দিয়ে অল্প করে ফুটিয়ে নিন। ঠান্ডা করে সেটা ত্বকে মেখে নিন। কিছুক্ষণ রেখে উষ্ণজলে ধুয়ে ফেলুন। দেখবেন সারাদিন তরতাজা লাগবে।