shono
Advertisement
WhatsApp

ফোন লাগবে না, এবার হাতের ঘড়িতে WhatsApp চ্যাটের সুযোগ! জেনে নিন কীভাবে

কী জানাচ্ছে সংস্থা?
Published By: Tiyasha SarkarPosted: 06:35 PM Nov 02, 2025Updated: 06:35 PM Nov 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেন, বাস হোক বা মেট্রো, হোয়াটসঅ্যাপ ছাড়া এক মুহূর্ত ভাবা যায় না। কারণ, প্রতিমুহূর্তে আসতে থাকে গুরুত্বপূর্ণ মেসেজ। তবে প্রবল ভিড়ের মধ্যে ফোন হাতে চ্যাটিং মাঝেমাঝে রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই সমস্যা এবার সমাধানের পথে। নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা কী! চলুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।

Advertisement

জানা গিয়েছে, অ্যাপল ওয়াচের জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ আনার চেষ্টায় জুকারবার্গের সংস্থা। ইতিমধ্যেই এনিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। জানা যাচ্ছে, এই গবেষণা সফল হলে শীঘ্রই অ্যাপেল ওয়াচে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। চ্যাটিং, মেসেজে রিঅ্যাক্ট করা, ইমোজি পাঠানোর পাশাপাশি অডিও মেসেজও পাঠানো যাবে এই অ্যাপে। তবে হ্যাঁ, এর জন্য যে আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সেটির সঙ্গেই কানেক্ট করতে হবে ঘড়িটি। যদিও কতদিনে এই ফিচারের সুবিধা মিলবে তা এখনও স্পষ্ট করেনি সংস্থা।

প্রসঙ্গত, আট থেকে আশি সকলেই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কারণ, শুধু আড্ডার মধ্যে আর সীমাবদ্ধ নেই এই মেসেজিং অ্যাপ। পড়াশোনা থেকে অফিসের কাজ, যে কোনও ক্ষেত্রেই এখন ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। পাশাপাশি দেশজুড়ে অনেকগুণ বেড়েছে আইওএস ব্যবহারকারীর সংস্থা। তাই নয়া এই ফিচার সেই সকল অ্যাপল ইউজারের মুখে হাসি ফোটাবে বলেই মনে করছে সংস্থা।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অ্যাপল ওয়াচের জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ আনার চেষ্টায় জুকারবার্গের সংস্থা। ইতিমধ্যেই এনিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে।
  • জানা যাচ্ছে, এই গবেষণা সফল হলে অ্যাপেল ওয়াচেই ব্যবহার করা যাবে হোয়াসটঅ্যাপ।
Advertisement