সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউজারদের কথা মাথায় রেখে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনে জুকারবার্গের WhatsApp। এবার 'About' ফিচারে বড়সড় বদল আনল সংস্থা। ইনস্টাগ্রাম নোটের মতো ফিচার মিলবে হোয়াটসঅ্যাপেও। যা ব্যবহারকারীদের মন কাড়বে বলেই মনে করছে সংস্থা।
কাজ হোক বা ব্যক্তিগত আলোচনা, এখন সবেতেই মোটের উপর ভরসা হোয়াটসঅ্যাপ। আশ থেকে আশি সকলেই এখন এই অ্যাপ ব্যবহার করেন। তাই অ্যাপকে আরও আকর্ষণীয় করার লক্ষ্য প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে সংস্থা। আগেই হোয়াটসঅ্যাপে ছিল 'অ্যাবাউট' ফিচার। তবে এবার তা সাজানো হল নতুন করে। এতদিন ইনস্টাগ্রাম ও ফেসবুকে ছিল নোট ফিচার। কী ভাবছেন, মুড কেমন বা দিনভর মাথায় যে গান ঘুরছে, তা ব্যবহারকারীরা শেয়ার করতে পারেন নোটে। যা প্রোফাইল ছবির উপর দিকে বাবলের মধ্যে দেখা যায়। এবার সেরকমই ফিচার এল হোয়াটসঅ্যাপে।
সংস্থার তরফে জানানো হয়েছে এবার হোয়াটসঅ্যাপেও এভাবে মনের কথা প্রকাশ করতে পারবেন ব্যবহারকারীরা। অনেকক্ষেত্রেই ব্যস্ততার মাঝে মেসেজ দেখার সময় হয় না। সেক্ষেত্রে 'অ্যাবাউটে' তা লিখে দিলেই সকলে বুঝতে পারবেন তিনি ব্যস্ত। পাশাপাশি ভাবনা-চিন্তাও ভাগ করে নিতে পারবেন সেখানেই। জানা গিয়েছে, প্রোফাইল ছবির উপরে বাবলের মধ্যেই দেখা যাবে আপনার 'অ্যাবাউট'। তবে চ্যাটের ভিতরে ঢুকলেই তা দেখা যাবে। অ্যাবাউটে ক্লিক করে কেউ চাইলে রিপ্লাইও করতে পারবেন।
কীভাবে অ্যাবাউটে লিখবেন?
১. প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. প্রোফাইল ছবিতে ক্লিক করুন। খুলে যাবে অ্যাবাউট সেকশন। সেখানে যা জানাতে চান, তা লিখুন।
৩. যাকে বা যাদের বিষয়টা জানাতে চান, তাঁদের বেছে নিন। কতক্ষণ 'অ্যাবাউট' ভিসবল হবে তা বেছে নিন। ব্যস, আপনার কাজ শেষ।
