shono
Advertisement
JioHotstar

৩ মাসের Jiohotstar প্রিমিয়ামের খরচ ১ টাকা! জেনে নিন সাবস্ক্রিপশনের পদ্ধতি

কী বলছে সংস্থা?
Published By: Tiyasha SarkarPosted: 07:16 PM Nov 06, 2025Updated: 07:16 PM Nov 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: Jiohotstar প্রিমিয়াম মাত্র একটাকায়! নিশ্চয়ই অবাক হচ্ছেন? সেটাই স্বাভাবিক। অনেকে যদিও এই অফারের সুবিধা পেয়েছেন বলে খবর। তবে এসম্পর্কে সংস্থার তরফে কোনও তথ্য দেওয়া হয়নি।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি স্ক্রিনশট। সেখানে দেখা যাচ্ছে, Jiohotstar-এর তিনমাসের প্রিমিয়াম সাবক্রিপশন পাওয়া যাচ্ছে মাত্র ১ টাকায়। যদিও আসল দাম ৪৯৯ টাকা। প্রথম একমাস ১ টাকা খরচেই দেখতে পারবেন সব সিনেমা, সিরিজ। এই সময়টা ট্রায়াল পিরিয়ড। একমাস পর আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে ৪৯৯ টাকা। একবছরের প্ল্যানের ক্ষেত্রেও ১ মাসের ট্রায়াল পিরিয়ড শেষ হলেই গুণতে হবে ১৪৯৯ টাকা।

তবে এমনটা ভাবার কোনও কারণ নেই যে শুধুমাত্র জিও ব্যবহারকারীরাই এই অফারের পাবেন, সম্ভবত বিষয়টা তেমন নয়। যে কোনও নেটওয়ার্কের গ্রাহকই এই সুবিধা পাবেন।

কীভাবে জানবেন আপনার জন্য আদৌ এই অফার রয়েছে কি না

১. প্রথমে ফোনে Jiohotstar ডাউনলোড করুন।
২. নিজের নম্বর দিয়ে লগ ইন করুন। যে নম্বরে আগেই জিওহটস্টার লগ ইন করা আছে, সেই নম্বর ব্যবহার করবেন না।
৩. My Space অপশনে ক্লিক করুন।
৪. এরপর সাবস্ক্রাইব প্ল্যানে ক্লিক করুন।
৫. এরপরই দেখতে পাবেন ১ টার অফারটি রয়েছে কি না।
৬. যদি অফার থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। তবে মনে রাখবেন ৩০ দিন পর কিন্তু অটো ডেবিট হবে পুরো টাকাটা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • Jiohotstar-এর তিনমাসের প্রিমিয়াম সাবক্রিপশন পাওয়া যাচ্ছে মাত্র ১ টাকায়। যদিও আসল দাম ৪৯৯ টাকা।
  • প্রথম একমাস ১ টাকা খরচেই দেখতে পারবেন সব সিনেমা, সিরিজ। এই সময়টা ট্রায়াল পিরিয়ড। একমাস পর আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে ৪৯৯ টাকা।
  • একবছরের প্ল্যানের ক্ষেত্রেও ১ মাসের ট্রায়াল পিরিয়ড শেষ হলেই গুণতে হবে ১৪৯৯ টাকা।
Advertisement