shono
Advertisement

সেনা আধিকারিকরা খাদ্য ও জ্বালানি অর্ধেক দামে বিক্রি করেন স্থানীয়দের!

একদিকে যখন জওয়ানরা খেতে পান না, তখন সেনা আধিকারিকরা স্থানীয়দের বিক্রি করছেন খাবার? The post সেনা আধিকারিকরা খাদ্য ও জ্বালানি অর্ধেক দামে বিক্রি করেন স্থানীয়দের! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:29 PM Jan 11, 2017Updated: 03:59 PM Jan 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের বীরত্ব নিয়ে যখন গর্ববোধ করছে গোটা দেশ, তখনই প্রকাশ্যে এল সেনাবাহিনীর কষ্টকর জীবনযাত্রার প্রতিচ্ছবি৷ সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর জওয়ান তেজ বাহাদুর যাদবের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে৷ জওয়ান সেই ভিডিওয় তুলে ধরেছেন নিজেদের যন্ত্রণার কাহিনী৷ কঠোর পরিশ্রম এবং বহু ঝুকি নিয়ে জীবন কাটানোর পাশাপাশি দু’বেলার খাবারটাও তাঁদের ঠিক করে জোটে না৷ হলুদ গোলা জলের মতো দেখতে ডাল আর একটা পোড়া রুটিই খাবার হিসাবে জোটে জওয়ানদের৷ ভিডিওয় জওয়ান তেজ বাহাদুর বলেছিলেন, এই ঘটনার জন্য সরকার নয়, দায়ী সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা৷

Advertisement

সেনায় দুর্নীতি, জওয়ানের অভিযোগে তদন্তের নির্দেশ রাজনাথের

তেজ বাহাদুরের এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে৷ সম্প্রতি জম্মু ও কাশ্মীরের বিএসএফ ক্যাম্পের কাছাকাছি থাকা স্থানীয়রা জানিয়েছেন, সেনা আধিকারিকরা তাঁদের খাবার এবং জ্বালানি বাজারদরের প্রায় অর্ধেক দামে বিক্রি করে৷ একদিকে যখন সেনাবাহিনীর জওয়ানরা খেতে পাচ্ছেন না তখন সেনার জন্য বরাদ্দ সবজি, চাল, ডাল, মশলা কম দামে স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছে যাচ্ছে৷ এই ঘটনার কথা সামনে আসতে আবারও বিতর্কের পারদ চড়েছে৷ যদিও এক বিএসএফ আধিকারিককে ঘটনাটির সত্যতা সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি ব্যাপারটি অস্বীকার করেন৷

উপরওয়ালাদের দুর্নীতিতে পেট ভরে খাবারই জোটে না জওয়ানদের

The post সেনা আধিকারিকরা খাদ্য ও জ্বালানি অর্ধেক দামে বিক্রি করেন স্থানীয়দের! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement