shono
Advertisement

ওভারব্রিজ ভাঙার জেরে বাতিল হাওড়া থেকে বর্ধমানগামী সব লোকাল, চরম দুর্ভোগে যাত্রীরা

একাধিক এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে।
Posted: 11:20 AM Feb 05, 2023Updated: 03:39 PM Feb 05, 2023

নন্দন দত্ত, বোলপুর: ওভারব্রিজ ভাঙার কাজ চলছে। তার জেরে হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইন-সহ রামপুরহাটগামী সব লোকাল ট্রেন বাতিল।  একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন বন্ধ থাকায় সমস্যায় যাতায়াতকারীরা। গন্তব্যে পৌঁছতে রীতিমতো নাভিশ্বাস উঠছে তাঁদের।

Advertisement

রেল সূত্রে খবর, হাওড়া-বোলপুর শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, শিয়ালদহ-রামপুরহাট মা তারা এক্সপ্রেস, এনজেপি শতাব্দী এক্সপ্রেস ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, জয়নগর এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস,গয়া এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, গোডা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার স্পেশ্যাল ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এছাড়াও সিউড়ি হাওড়া হুল এক্সপ্রেস-সহ একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথও পরিবর্তনও করা হয়েছে। ট্রেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের নাম জড়িয়ে ব্যক্তিগত আক্রমণ, সৌমিত্রকে নোটিস সায়নীর]

বোলপুরের বাসিন্দা সাম্যব্রত ভট্টাচার্য ও সুচেতনা পাল জানান, “আমরা যাঁরা সরকারি বা বিভিন্ন বেসরকারি জায়গায় কাজ করি তারাই বা কী করে গন্তব্যে পৌঁছাব ভেবে কূল কিনারা পাচ্ছি না।” অন্যদিকে, জীবিকার সন্ধানে বেরনো দিন আনা দিন খাওয়া মানুষজনও পড়েছেন চরম সংকটে। লাভপুরের বাসিন্দা অতুল ঘোষ তাঁর বাবাকে চিকিৎসার জন্য কলকাতায় সঠিক সময়ে নিয়ে যেতে পারছেন না। রোগীকে নিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন গোটা ঘোষ পরিবার।

পূর্ব রেল সূত্রে জানা যায়, পুরনো রেলওয়ে রোড, ওভারব্রিজ ভাঙা-সহ বর্ধমান স্টেশনে পরিকাঠামোগত কাজের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক নিয়েছে রেল কর্তৃপক্ষ। এই কাজের জন্যই ১০ দিনেরও বেশি একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। 

[আরও পড়ুন: দেশে এই প্রথম! লিঙ্গ পরিবর্তনের পরও সন্তানের জন্ম দিচ্ছেন যুবক, ছবি শেয়ার করলেন সঙ্গী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার