shono
Advertisement

বাদুড়িয়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজনাথের ফোন মমতা-কেশরীকে

'পদের মর্যাদা মাথায় রেখে মন্তব্য করুন।' The post বাদুড়িয়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজনাথের ফোন মমতা-কেশরীকে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:58 PM Jul 05, 2017Updated: 09:29 AM Jul 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাদুড়িয়ার পরিস্থিতি নিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা আলাদা করে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শান্তি ফেরাতে কী উদ্যোগ নিচ্ছে রাজ্য সেই বিষয়ে রিপোর্ট চাইল কেন্দ্র। রাজনাথের পরামর্শ, পদের মর্যাদা রেখে মন্তব্য করুন।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল-দু’জনকেই রাজনাথের পরামর্শ, “প্রকাশ্যে এমন কোনও মন্তব্য করবেন না যাতে উচ্চ সরকারি পদের কোনও অবমাননা হয়।” রাজনাথ আরও জানিয়েছেন,  বাদুড়িয়ার পরিস্থিতির উপর কেন্দ্র কড়া নজর রাখছে।

[অশান্তি হলে রাজ্যপাল নীরব দর্শক হতে পারেন না, তোপ নাকভির]

গত সোমবার একটি বিতর্কিত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বসিরহাট সাব ডিভিশনের বাদুড়িয়ায় দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। মঙ্গলবার সেই অশান্তিতে লাগে রাজনীতির রং। বাদুড়িয়ায় রাজ্য সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ব্যর্থ কেন, জানতে মুখ্যমন্ত্রীকে ফোন করেন রাজ্যপাল। রাজ্যপালের ফোন পেয়ে মেজাজ হারান মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন, রাজ্যপাল যে ভাষায় তাঁর সঙ্গে কথা বলেছেন, সেটা অসাংবিধানিক।

মুখ্যমন্ত্রীর দেখানো পথে রাজ্যপালের সমালোচনায় আসরে নেমে পড়ে তৃণমূল নেতৃত্ব। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ প্রথম সারির নেতারা অভিযোগ তোলেন, রাজ্যপাল একজন বিজেপি নেতার মতো কথা বলছেন। বিজেপির তরফে পাল্টা আসরে নামানো হয় নাকভিকে। পরিস্থিতি আরও ঘোরাল হচ্ছে দেখে ড্যামেজ কন্ট্রোলে নামলেন রাজনাথ, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

[সোশ্যাল মিডিয়ার গুজবে কান দেবেন না, আবেদন কলকাতা পুলিশের]

The post বাদুড়িয়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজনাথের ফোন মমতা-কেশরীকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement