সুব্রত বিশ্বাস ও নব্যেন্দু হাজরা: রেলমন্ত্রী থাকাকালীন একাধিক প্রকল্পের শিলান্যাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেগুলি কোনও না কোনও জটিলতায় উদ্বোধন হয়নি। তা নিয়ে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি নতুন কিছু নয়। শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কথায় যেন সেকথাই আরও একবার স্পষ্ট হল। রেলমন্ত্রী থাকাকালীন পাঁচটির মধ্যে চারটিই চূড়ান্ত করেছিলেন বলেই প্রধানমন্ত্রীকে মনে করালেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটে রাজ্যের প্রথম সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) যাত্রা শুরু হয়। তার আগে হাওড়া স্টেশনে বিশৃঙ্খলা তৈরি হয়। হাওড়ায় অতিথিদের জন্য তৈরি মঞ্চে বসে থাকা বিজেপি সাংসদ, বিধায়করা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জোর গলায় ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন। ‘ক্ষুব্ধ’ মুখ্যমন্ত্রী আর মূল মঞ্চে ওঠেননি। পাশে দর্শকাসন থেকেই বক্তব্য রাখেন। শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাতৃবিয়োগ প্রসঙ্গে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আজ আপনার কাছে ব্যক্তিগতভাবে অত্যন্ত দুঃখ এবং অপূরণীয় ক্ষতির দিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে কাজ এবং প্রচেষ্টার মাধ্যমে মায়ের প্রতি ভালবাসা প্রকাশের শক্তি দেন।”
[আরও পড়ুন: ‘আমার সঙ্গে একমঞ্চে বসতে চাননি’, বন্দে ভারতের সূচনায় স্লোগান বিতর্কে মমতাকে খোঁচা শুভেন্দুর]
মায়ের মৃত্যুসংবাদ পেয়ে এদিন সকালেই দিল্লি থেকে আহমেদাবাদে পৌঁছন প্রধানমন্ত্রী। সেকথা মনে করিয়ে দিয়ে মমতা প্রধামন্ত্রীকে অনুষ্ঠান বেশি দীর্ঘায়িত না করে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। রাজ্যের প্রথম সেমি হাইস্পিড উদ্বোধনের জন্য মোদিকে ঐকান্তিক কৃতজ্ঞতাও জানাতে ভোলেননি।
তবে তা সত্ত্বেও খানিক যেন খোঁচাই দেন মমতা। শুক্রবার মোদির উদ্বোধন করা পাঁচটি রেলপ্রকল্পের মধ্যে চারটিই তাঁর, সেকথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এদিন বন্দে ভারত এক্সপ্রেস, জোকা-তারাতলা মেট্রো প্রকল্প-সহ ডানকুনি-চন্দনপুর চতুর্থ লাইন, বৈচি-শক্তিগড় তৃতীয় লাইন, উত্তরবঙ্গের ফালাকাটা-গুমনিহাট দ্বিতীয় রেললাইনের উদ্বোধন হয়। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন জোকা-তারাতলা মেট্রো প্রকল্প-সহ ডানকুনি-চন্দনপুর চতুর্থ লাইন, বৈচি-শক্তিগড় তৃতীয় লাইন, উত্তরবঙ্গের ফালাকাটা-গুমনিহাট দ্বিতীয় রেললাইনের পরিকল্পনা চূড়ান্ত হয়েছিল। পরবর্তী সময়ে প্রকল্পের বাজেট বরাদ্দ ও শিলান্যাসও হয়।