shono
Advertisement

শালবনিতে চালু হচ্ছে জিন্দালদের সিমেন্ট কারখানা, ১৫ জানুয়ারি উদ্বোধন মুখ্যমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পর অবশেষে চালু হচ্ছে কারখানা৷ The post শালবনিতে চালু হচ্ছে জিন্দালদের সিমেন্ট কারখানা, ১৫ জানুয়ারি উদ্বোধন মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 03:16 PM Jan 09, 2018Updated: 12:27 PM Jan 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর, অবশেষে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে চালু হতে চলেছে জিন্দালদের সিমেন্ট কারখানা৷ আগামী ১৫ জানুয়ারি কারখানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রে খবর, শালবনিতে সিমেন্ট কারখানা চালু হলে, ২ হাজার মানুষের কর্মসংস্থান হবে৷ প্রসঙ্গত, আগামী ১৬ ও ১৭ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন৷ ওয়াকিবহাল মহলের মতে, সেই সম্মেলনের আগে শালবনিতে জিন্দালদের সিমেন্ট কারখানা উদ্বোধন করে শিল্পপতিদের ইতিবাচক বার্তা দিতে চাইছে্ন মুখ্যমন্ত্রী৷

Advertisement

[শ্রমিককে কান ধরিয়ে ওঠবস, বিতর্কে পরিবহণ আধিকারিক]

এ রাজ্যে তখন বামফ্রন্টের সরকার৷ পশ্চিম মেদিনীপুরের শালবনিতে একটি সিমেন্ট কারখানা তৈরির প্রস্তাব দিয়েছিল জিন্দাল গোষ্ঠী৷ শালবনিতে প্রস্তাবিত কারখানার শিলান্যাসও করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ কিন্তু, পরবর্তীকালে নানা কারণে প্রকল্পের কাজ আর এগোয়নি৷ মূলত কাঁচামালের অভাবের কারণেই এ রাজ্যে সিমেন্ট কারখানা তৈরিতে আগ্রহ দেখায়নি জিন্দালরা৷ রাজ্যের তরফে ওড়িশা থেকে কাঁচামাল আনার বিকল্প প্রস্তাবেও রাজি ছিল না তারা৷ জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যাও ছিল৷ ২০১১ সালে পালাবদলের পর, শালবনিতে সিমেন্ট কারখানা চালু করার বিষয়ে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শালবনিতে কারখানার তৈরির জন্য জিন্দালদের জমি দেয় রাজ্য সরকার৷ নবান্নে জিন্দাল গোষ্ঠীর প্রধান সজ্জন জিন্দালের বৈঠকে করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৬ সালে ৭ জানুয়ারি শালবনিতে ফের নতুন করে জিন্দালদের সিমেন্ট কারখানার শিলান্যাসও করেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী৷

[পাগল ছেলেকে ক্ষমা করতে পারেন শচীনই, কাতর আরজি দেবকুমারের পরিবারের] 

অবশেষে নতুন বছরের শুরুতেই শালবনিতে চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত জিন্দালদের সিমেন্ট কারখানা৷ জানা গিয়েছে, আগামী ১৫ জানুয়ারি কারখানা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, এই কারখানায় ২৮ লক্ষ মেট্রিক ট্রন সিমেন্ট উৎপাদন হবে৷ জিন্দালদের নয়া সিমেন্ট কারখানায় কর্মসংস্থাব হবে প্রায় ২ হাজার মানুষের৷ প্রসঙ্গত, রাজ্যে বিনিয়োগ টানতে প্রতি বছরই ঘটা করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার৷ এবছর ১৬ ও ১৭ জানুয়ারি এই সম্মেলন হবে কলকাতায়৷ শিল্পমহলের একাংশের মতে, এই সম্মেলনের ঠিক আগে শালবনিতে জিন্দালদের সিমেন্ট কারখানার উদ্বোধন করেন উদ্যোগপতিদের ইতিবাচক বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

[হরিশ্চন্দ্রপুরে এখনও পুকুর কাটছেন আড়াই বছর আগে মৃত ব্যক্তি!]

বাম আমলে সিমেন্ট কারখানা চালু করা যায়নি ঠিকই৷ তবে অন্য একটি কারণে পশ্চিম মেদিনীপুরের এই জনপদটির কথা মনে রেখেছেন অনেকেই৷ ২০০৮ সালে সেখানে জিন্দাল সিমেন্ট কারখানা শিলান্যাস করে ফেরার পথে, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে হামলা চালিয়েছিল মাওবাদীরা৷ এই ঘটনার পর জঙ্গলমহলে মাওবাদীদের সূত্রপাত হয়৷ পরবর্তীকালে মাওবাদীদের দৌরাত্ম্যে প্রভূত রক্তপাত হয়েছিল জঙ্গলমহলের জেলাগুলিতে৷

[পুরুলিয়ায় তীব্র শৈত্যপ্রবাহ, বন্যপ্রাণীদের উষ্ণ রাখতে চিড়িয়াখানায় ‘ডায়েট চেঞ্জ’]

The post শালবনিতে চালু হচ্ছে জিন্দালদের সিমেন্ট কারখানা, ১৫ জানুয়ারি উদ্বোধন মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement