shono
Advertisement

Breaking News

ভাঙা সিংক মেরামতিতে নুডলসই যথেষ্ট, কীভাবে জানেন?

সিংক সারাইয়ের নতুন পদ্ধতির ভিডিও নেটদুনিয়ায় ঝড় তুলেছে৷ The post ভাঙা সিংক মেরামতিতে নুডলসই যথেষ্ট, কীভাবে জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 03:11 PM May 17, 2019Updated: 03:11 PM May 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস যাওয়ার আগে রান্নাঘরে আপনি ভীষণ ব্যস্ত৷ তার মাঝে বারবার বাথরুমে গিয়ে হাত ধোয়া কার্যত অসম্ভব৷ তাই ভরসা রান্নাঘরে ঠিক গ্যাসের পাশে থাকা সিংক৷ কিন্তু আচমকাই দেখলেন, যেকোনও কারণে হোক, ভেঙে গিয়েছে সিংক৷ ব্যাস! সিংক ভাঙায় আপনার মাথায় হাত৷ তাড়াতাড়ি না সারালে কোনও উপায় নেই৷

Advertisement

কিন্তু সারানো বললেই তো আর হল না৷ একে বেশ কিছু টাকা তো লাগবেন, তার সঙ্গে আবার রয়েছে মিস্ত্রি খোঁজার হ্যাপা৷ এত ঝক্কি না নিয়ে যদি নিজেই সারিয়ে ফেলতে পারেন সিংক, তবে কেমন হয়? সেই উপায় বাতলে দিয়েই নেটদুনিয়ায় ঝড় তুলেছেন এক ব্যক্তি৷

[ আরও পড়ুন: OMG! গৃহসজ্জার পরিবর্তনে কমতে পারে আপনার ওজন]

গত ১৫ মে মারিয়া ফার্নান্ডা ইন্টিরিয়স তাদের ইনস্টাগ্রাম পেজে একটি ‘ডিআইওয়াই’ অর্থাৎ ‘ডু ইট ইওরসেলফ’ ভিডিও পোস্ট করেন৷ ভিডিওর শুরুতেই দেখানো হয়েছে একটি ভাঙা সিংক৷ ওই ভাঙা অংশে দেওয়া হল নুডলস৷ তার উপর ঢেলে দেওয়া হল আঠা৷ এরপর ভাঙা অংশ থেকে বেরিয়ে যাওয়া নুডলসগুলিকে কেটে সমান করে ফেলা হয়৷ পরবর্তী পর্যায়ে ওই নুডলসের উপর শিরীষ কাগজ দিয়ে ঘসে সমান করা হয়৷ উপরে লাগিয়ে দিন সাদা রং৷ শুকিয়ে যাওয়ার পর দেখবেন আপনার সিংক ফিরে পেয়েছে আগের চেহারা৷ কয়েক মিনিট আগেও যে ওই সিংক ভেঙে গিয়েছিল, তা বুঝতে বেশ খানিকটা বেগও পেতে হতে পারে আপনাকে৷

[ আরও পড়ুন: অন্দরসজ্জার উপকরণ হোক অ্যান্টিক বাহারি দেওয়াল ঘড়ি, জেনে নিন ব্যবহার]

ইনস্টাগ্রামে এমন চমকপ্রদ ভিডিও দেখে ভাল লাগে প্রায় সকলের৷ ইন্টারনেটের দৌলতে বিদ্যুতের গতিতে ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ উঠেছে লাইক এবং কমেন্টের ঝড়৷ মাত্র একদিনের মধ্যে এই ভিডিওটির ভিউয়ার সংখ্যা ২৮ হাজার পেরিয়ে গিয়েছে৷ কেউ কেউ এই ভিডিও দেখে এক্কেবারে বাক্যহারা৷ সিংক সারাইয়ের এই পদ্ধতি যেমন ভাল লেগেছে তাঁদের, আবার তেমনই এই পদ্ধতি ইতিমধ্যেই কাজে লাগানোর চেষ্টাও করছেন কেউ কেউ৷

নেটিজেনদের আরেকাংশ অবশ্য এই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতেও শুরু করেছেন৷ নুডলস দিয়ে সারানো সিংকে গরম জল ঢাললে কী হবে, তা নিয়ে আলোচনা করছেন কেউ কেউ৷ তবে যে যাই বলুন না কেন, নিজে হাতে এই পদ্ধতি প্রয়োগ না করে বোধহয় কিছুই বলা উচিত হবে না৷ তাই বাড়িতে সিংক সারাইয়ের কাজে মিস্ত্রিকে ডাকা ছাড়ুন৷ পরিবর্তে নিজেই কোমর বেঁধে নেমে পড়ুন সিংক সারানোর কাজে৷ দেখান আপনার হাতের জাদু৷

The post ভাঙা সিংক মেরামতিতে নুডলসই যথেষ্ট, কীভাবে জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement