shono
Advertisement
Howrah

কেন রান্না করতে দেরি? মাকে পিটিয়ে মারল মানসিক ভারসাম্যহীন ছেলে!

মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতা থানার সিরাজবাটী এলাকায়।
Posted: 09:18 PM Apr 03, 2024Updated: 09:19 PM Apr 03, 2024

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: রান্না করতে দেরি হয়েছিল। শুধুমাত্র এই কারণে মাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্তের মানসিক সমস্যা রয়েছে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতা থানার সিরাজবাটী এলাকায়। 

Advertisement

মৃতের নাম গৌরী মন্ডল (৬৮)। স্থানীয় সূত্রে খবর, ছেলে আদিত্য মন্ডলকে নিয়ে একাই থাকতেন তিনি। আদিত্য মানসিক রোগী। মঙ্গলবার সকালে একাই বাপের বাড়ি গিয়েছিলেন গৌরীদেবী। বাড়ি ফিরতে ফিরতে তাঁর দুপুর হয়ে গিয়েছিল। এদিকে রান্না করতে দেরি হওয়ায় বাড়িতে রাগে ফুঁসছিল আদিত্য। মাকে বাড়ি ফিরতে দেখেই তার রাগ সপ্তমে ওঠে। মায়ের সঙ্গে অশান্তি শুরু করে দেয় সে।  

[আরও পড়ুন: চিনের আগ্রাসনের সাক্ষী মেষপালকরা, লাদাখবাসীর গতিবিধিতে বেড়ি]

অভিযোগ, তর্কাতর্কি হতে হতেই গৌরীদেবীকে কাঠ দিয়ে বেধড়ক মারতে শুরু করে আদিত্য। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। তাঁরাই সেখান থেকে উদ্ধার করেন ওই বৃদ্ধাকে। কিন্তু ততক্ষণে প্রাণ হারান গৌরীদেবীকে। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় আদিত্যকে। বুধবার ধৃতকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়। সেখানে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 

[আরও পড়ুন: ‘অপরাধের রেকর্ড থাকলে ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করুন’, রাজ্যে এসেই ‘দাবাং’ কমিশনের পর্যবেক্ষক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মৃতের নাম গৌরী মন্ডল (৬৮)। স্থানীয় সূত্রে খবর, ছেলে আদিত্য মন্ডলকে নিয়ে একাই থাকতেন তিনি। আদিত্য মানসিক রোগী।
  • মঙ্গলবার সকালে একাই বাপের বাড়ি গিয়েছিলেন গৌরীদেবী। বাড়ি ফিরতে ফিরতে তাঁর দুপুর হয়ে গিয়েছিল।
  • এদিকে রান্না করতে দেরি হওয়ায় বাড়িতে রাগে ফুঁসছিল আদিত্য। মাকে বাড়ি ফিরতে দেখেই তার রাগ সপ্তমে ওঠে। গৌরীদেবী বাড়ি ফিরতেই অশান্তি শুরু করে সে। 
Advertisement