shono
Advertisement
Marcelo

বর্ণময় কেরিয়ারের সমাপ্তি, ছত্রিশেই ফুটবলকে বিদায় রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মার্সেলোর

'বন্ধু'কে নতুন অধ্যায়ের শুভেচ্ছা জানিয়েছেন রোনাল্ডো।
Published By: Arpan DasPosted: 09:17 AM Feb 07, 2025Updated: 01:51 PM Feb 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবলকে বিদায় জানালেন মার্সেলো (Marcelo)। আধুনিক ফুটবলের অন্যতম সেরা সাইড ব্যাক ৩৬ বছর বয়সেই অবসর ঘোষণা করলেন। রিয়াল মাদ্রিদের জার্সিতে ২৫টি ট্রফি জিতেছেন। ব্রাজিলের হয়ে খেলেছেন ৫৮টি ম্যাচ। মার্সেলোর অবসরের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছে রিয়াল মাদ্রিদ। 'বন্ধু'র জন্য শুভকামনা রোনাল্ডোরও।

Advertisement

২০০৭ সালে ব্রাজিলের ফ্লুমিনেন্সে থেকে মাদ্রিদে আসেন ব্রাজিলীয় ডিফেন্ডার। শুধু ডিফেন্স নয়, বল নিয়ন্ত্রণ ও স্কিলের জন্যও পরিচিত ছিলেন তিনি। মাদ্রিদের ১৫ বছরের কেরিয়ারে ২৫টি ট্রফি জিতেছেন। যার মধ্যে আছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও ছটি লা লিগা খেতাব। ২০২১-এ তাঁকে মাদ্রিদের অধিনায়ক করা হয়। ক্লাবের ১১৭ বছরের ইতিহাসে সেবারই প্রথম স্পেনের বাইরে কোনও ফুটবলারকে নেতৃত্বের আর্মব্যান্ড দেওয়া হয়। মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তাঁর বন্ধুত্বও নজরকাড়া ছিল।

২০২১-২২ মরশুমের শেষে গ্রিসের অলিম্পিয়াকোসে সই করেন। পাঁচ মাস পরে চুক্তিভঙ্গ করেন। পরে চলে আসেন ছোটবেলার ক্লাব ফ্লুমিনেন্সে। যদিও শেষটা ভালো হয়নি। গত বছর মাঠের মধ্যেই কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। পরে ফ্লুমিনেসের সঙ্গেও চুক্তি ভেঙে বেরিয়ে আসেন। তারপর আর কোনও ক্লাবে খেলেননি। শেষ পর্যন্ত ফুটবলকে বিদায় জানালেন মার্সেলো।

বিদায়ী বার্তায় মার্সেলো ধন্যবাদ জানিয়েছে রিয়াল মাদ্রিদকে। ক্লাবের তরফ থেকেও বলা হয়েছে, 'মার্সেলো আমাদের ইতিহাসের অঙ্গ ও কিংবদন্তিদের মধ্যে অন্যতম।' অন্যদিকে রোনাল্ডো লিখেছেন, 'আমরা একসঙ্গে বহু সময় কাটিয়েছি। কত অসাধারণ ম্যাচ জিতেছি। সব কিছুর জন্য ধন্যবাদ। নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাই।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফুটবলকে বিদায় জানালেন মার্সেলো। আধুনিক ফুটবলের অন্যতম সেরা সাইড ব্যাক ৩৬ বছর বয়সেই অবসর ঘোষণা করলেন।
  • রিয়াল মাদ্রিদের জার্সিতে ২৫টি ট্রফি জিতেছেন। ব্রাজিলের হয়ে খেলেছেন ৫৮টি ম্যাচ।
  • মার্সেলোর অবসরের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছে রিয়াল মাদ্রিদ। 'বন্ধু'র জন্য শুভকামনা রোনাল্ডোরও।
Advertisement