সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় (NEET) গুরুতর অভিযোগ। অ্যাডমিট কার্ডে নাম এবং ছবি এক জনের, যদিও পরীক্ষা দিলেন অন্য একজন! রাজস্থানের (Rajasthan) ভরতপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ‘আসল’ পরীক্ষার্থীর বদলে ভিন্ন ব্যক্তি পরীক্ষা দেওয়ার ঘটনায় এখনও পর্যন্ত ছ-জনকে আটক করেছে পুলিশ। এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কিনা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
রবিবার ছিল মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা (NEET)। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অন্যের হয়ে পরীক্ষায় বসেছিলেন অভিষেক গুপ্ত। রাহুল গুর্জর নামে এক নিট পরীক্ষার্থীর বদলে অভিষেক পরীক্ষা দেন। এর জন্য রাহুলের থেকে ১০ লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। যদিও শেষ পর্যন্ত কার্যসিদ্ধি হয়নি। নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রের এক পরীক্ষকের সন্দেহ হয়েছিল। তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে অভিষেককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে গোটা ঘটনা সামনে চলে আসে। তদন্তকারীরা জানিয়েছেন, এই চক্রের মূল পান্ডা অভিষেকের কলেজেরই অন্য এক ছাত্র রবি মীনা। এই মীনা ছাড়াও অমিত, দয়ারাম এবং সুরজ সিং নামে আরও তিন জনকে আটক করেছে পুলিশ।
[আরও পড়ুন: পুঞ্চ হামলার নেপথ্যে ২ পাক জঙ্গি, সন্ধান দিলে ২০ লক্ষ টাকা পুরস্কার]
এই ঘটনা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ব্যাপম কেলেঙ্কারির কথা মনে করাচ্ছে। ২০১৩ সালে পর্দাফাঁস হয় ওই কেলেঙ্কারির। অভিযোগ উঠেছিল, একাধিক সরকারি চাকরি, ইঞ্জিনিয়ারিং এবং চিকিৎসা বিজ্ঞানে প্রবেশিকা পরীক্ষায় নকল পরীক্ষার্থীরা বসছেন। ব্যাপম কেলেঙ্কারি নিয়ে ব্যাপক হইচই হয়েছিল।