সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারীরিক সমস্যা কাটিয়ে ফের নিজের মন্ত্রকে ফিরছেন অরুণ জেটলি৷ কিডনি প্রতিস্থাপনের পর বিশ্রামে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ মন্ত্রকের দায়িত্ব সামাচ্ছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ সব ঠিক থাকলে বৃহস্পতিবার থেকে অরুণ জেটলি ফের অর্থমন্ত্রকের দায়িত্ব নেবেন বলে বলে জানা গিয়েছে৷
গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন৷ কিডনি প্রতিস্থাপন করতে হয়েছে অর্থমন্ত্রী অরুণ জেটলির৷ তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা৷ দলের বিশ্বস্ত এই সেনাপতিকে সাময়িকভাবে অর্থমন্ত্রকের দায়িত্ব থেকে অব্যাহতি দেন মোদি৷ অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পান রেলমন্ত্রী পীষূষ গোয়েল৷ এদিকে আবার সংসদকে না জানিয়ে অর্থমন্ত্রকের দায়িত্ব হস্তান্তর করা নিয়ে বিরোধীদের সমালোচনা মুখে পড়ে কেন্দ্রীয় সরকার৷ সরকারি ওয়েবসাইটে অর্থমন্ত্রী হিসেবে পীষূষ গোয়েল নাম থাকায় বিভ্রান্তি আরও বাড়ে৷ সংসদে দাঁড়িয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি জানতে চান, অরুণ জেটলি না পীষূষ গোয়েল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী কে? শেষপর্যন্ত সমস্ত বিতর্কে জল ঢেলে ফের কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দায়িত্ব ফিরছেন জেটলিই৷
[বিশ্ববাজারে টাকার রেকর্ড পতন, প্রভাব পড়ছে শেয়ার বাজারে]
সম্প্রতি লোকসভায় মোদির সরকারের বিরুদ্ধে অনাস্তা প্রস্তাব এনেছিল বিরোধীরা৷ মাস চারেক পর ভোট দিতে সংসদে এসেছিলেন অরুণ জেটলি৷ লোকসভার অধিবেশনে তাঁকে স্বাগত জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ অন্য সাংসদরা৷ রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি জেটলিকে আরও কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন৷ বলেন, পুরোপুরি সুস্থ হয়েই যেন দেশের বেহাল অর্থনীতিকে চাঙ্গা করার দায়িত্ব নেন তিনি৷ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়া অরুণ জেটলিতে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত ভাষণ দিয়েছিলেন জেডি(ইউ)-র প্রার্থী হরিবংশ নারায়ণ সিংও৷ তাঁর ভাষণে স্পষ্ট, এখনও এনডিএ জোটের গুরুত্বপূর্ণ নেতা অরুণ জেটলি৷ এরপরই তাঁকে ফের অর্মমন্ত্রকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র৷
[চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বাজপেয়ী, দিল্লি যাচ্ছেন মমতা]
The post শারীরিক সমস্যা কাটিয়ে অর্থমন্ত্রকের দায়িত্বে ফিরছেন অরুণ জেটলি appeared first on Sangbad Pratidin.