shono
Advertisement

Breaking News

বিনা হেলমেটে বাইকে অমিতাভ-অনুষ্কা! তারকাদের আইনি নোটিস পাঠাল মুম্বই পুলিশ

সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা ও অমিতাভের ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে পুলিশ।
Posted: 02:29 PM May 16, 2023Updated: 03:17 PM May 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনা হেলমেটে বাইকে চড়ায় মুম্বই পুলিশের তরফ থেকে আইনি নোটিস পেলেন অমিতাভ বচ্চন ও অনুষ্কা শর্মা। সোশ্য়াল মিডিয়ায় এই দুই বলিউড তারকার হেলমেট ছাড়া বাইক চড়ার ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা কটাক্ষ শুরু করেন অনুষ্কা ও অমিতাভকে নিয়ে। নেটিজেনদের সমালোচনার চাপে পড়েই মুম্বই পুলিশ বাধ্য হয় তারকাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে।

Advertisement

তা ঠিক কী ঘটেছে?

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে নিরাপত্তারক্ষীর বাইকে বসে আছেন অনুষ্কা। মাথায় হেলমেট নেই। সেই অবস্থাতেই গন্তব্যে পৌঁছেছেন অভিনেত্রী। সূত্র থেকে জানা গিয়েছে, রাস্তার উপর গাছ পড়ে থাকায় গাড়ি আটকে যায় অনুষ্কার। আর সেই কারণেই বাইকে চড়তে বাধ্য হন অনুষ্কা।

সোশ্যাল মিডিয়ার নিজের জীবনের নানা খুঁটিনাটি শেয়ার করে নেন বিগ বি। তাই তাঁর এই ‘বাইক পর্ব’-এর কথাও জানালেন বিস্তারিতভাবে। শেয়ার করেছেন ছবি। ছবিতে হলুট টি-শার্ট, টুপি ও হাফ প্যান্ট পরা এক ব্যক্তির বাইকে অমিতাভকে বসে থাকতে দেখা যাচ্ছে। তিনি নিজে পরে রয়েছেন জ্যাকেট।

তবে অনুরাগীরা অনুষ্কা ও অমিতাভের ভিডিও দেখে খুশি হলেও মুম্বই পুলিশ কিন্ত বেজায় খেপেছেন তাঁদের ভিডিও দেখে।

[আরও পড়ুন: দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা ও পরিচালক, কেমন আছেন দু’জন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement