সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভাল যাচ্ছে না রাহুল গান্ধীর। অপরাধমূলক মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়া, সাংসদ পদ হারানো, ধর্ষিতার পরিচয় প্রকাশ্যে আনার অভিযোগের পর এবার সাংবাদিককে অপমান করার অভিযোগ উঠল কংগ্রেস নেতার বিরুদ্ধে। সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে রাহুলের বিরুদ্ধে সরব হল মুম্বই প্রেস ক্লাব।
ঠিক কী অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে? শনিবার কংগ্রেস দপ্তরে সাংবাদিক বৈঠক চলাকালীন রাহুল সরাসরি এক সাংবাদিককে বিজেপি কর্মী বলে কটাক্ষ করেছিলেন। আসলে ওই সাংবাদিক কংগ্রেস নেতাকে বিজেপি সম্পর্কিত একটি প্রশ্ন করতে যাচ্ছিলেন, তখনই রাহুল গান্ধী তাঁকে থামিয়ে দেন। বলে দেন, আপনি নিজেকে সাংবাদিক বলে দাবি করছেন কেন? নিজেকে তো বিজেপি নেতা বলতে পারেন। বিজেপির ব্যাজ লাগিয়ে আসতে পারেন তো!”
[আরও পড়ুন: বিজেপির ফিল্ম ফেস্টিভ্যালেও বাদ মিঠুন! ভয়ানক ক্ষুব্ধ তারকা ঘনিষ্ঠরা]
এখানেই শেষ নয়, রাহুলের কাছে বকুনি খাওয়ার পর ওই সাংবাদিক যখন চুপচাপ বসে যান, তখন আবার রাহুল কটাক্ষের সুরে বলেন,”কী হল, হাওয়া বেরিয়ে গেল! (হাওয়া নিকল গয়ি)” কংগ্রেস নেতার এই মন্তব্যকে অপমানজনক বলে মনে করছে মুম্বই প্রেস ক্লাব। তাছাড়া এই প্রথম নয়, রাহুল গান্ধী নিয়মিত সংবাদমাধ্যমকে আক্রমণ করে আসছেন বলে দাবি মুম্বই প্রেস ক্লাবের। তাদের বক্তব্য, রাজনৈতিক নেতাদের সংবাদমাধ্যমের নিরপেক্ষতাকে সম্মান জানানো উচিত।
[আরও পড়ুন: বিজেপির ফিল্ম ফেস্টিভ্যালেও বাদ মিঠুন! ভয়ানক ক্ষুব্ধ তারকা ঘনিষ্ঠরা]
মুম্বই প্রেস ক্লাবের সাফ দাবি, রাহুলকে ক্ষমা চাইতে হবে। এক বিবৃতিতে তারা বলছে, সাংবাদিকদের কাজই হল প্রশ্ন করা। সব রাজনৈতিক দলের নেতারাই সাংবাদিকদের অপমানজনক কথাবার্তা বলেন। আমাদের আবেদন সব রাজনৈতিক নেতাদেরই উচিত সংবাদমাধ্যমের সম্মান বজায় রাখা।