shono
Advertisement

দ্বিতীয় বউ খোঁজার ওয়েবসাইট বানিয়ে বিপাকে যুবক!

ওয়েবসাইটের সদস্যসংখ্যা হেলাফেলা করার মতো নয়। The post দ্বিতীয় বউ খোঁজার ওয়েবসাইট বানিয়ে বিপাকে যুবক! appeared first on Sangbad Pratidin.
Posted: 01:15 AM Jun 22, 2016Updated: 07:45 PM Jun 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দুটো ওয়েবসাইটের মালিক তিনি! নাম আজাদ চায়ওয়ালা।
কিন্তু যে ওয়েবসাইটদের নাম সেকেন্ডওয়াইফ.কম আর পলিগ্যামি.কম, তা নিয়ে তো বিপাকে পড়তেই হবে। পিছু ছাড়বে না বিতর্কও!
বিতর্কের কারণটা কি নেহাতই নীতিগত?
কিছুটা তাই! বাকিটা আইনি!
কেন না, আজাদ চায়ওয়ালা ব্রিটেনের বাসিন্দা। তাঁর ওয়েবসাইটে নাম নথিভুক্ত করা বেশির ভাগ সদস্যও ব্রিটেনেরই! এ দিকে ব্রিটেনে বহুগামিতা আইনত দণ্ডনীয় অপরাধ!
ফলে, বিতর্ক পিছু ছাড়ছে না আজাদের!
তবে, আজাদের বক্তব্য খুব সাফ। আমি আমার ধর্মের পুরুষদের সাহায্য করার জন্য এই ওয়েবসাইট বানিয়েছি। আমার ধর্ম পারস্পরিক সম্মতিতে এক পুরুষকে চারটি স্ত্রী রাখার অধিকার দেয়। অতএব এটা যতটা না ব্যবসা, তার চেয়ে অনেক বেশি সমাজসেবা, জানিয়েছেন আজাদ চায়েওয়ালা।
হয়তো আজাদের বক্তব্যই ঠিক! কেন না, তাঁর ওয়েবসাইটের সদস্যসংখ্যা হেলাফেলা করার মতো নয়। SecondWife.com-এর সদস্যসংখ্যা ৩৫,০০০ এবং Polygamy.com-এর ৭০০০!
বাকিটা এবার নিজেই বিচার করুন!

Advertisement

The post দ্বিতীয় বউ খোঁজার ওয়েবসাইট বানিয়ে বিপাকে যুবক! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement