shono
Advertisement

ফোনে নবান্ন ওড়ানোর হুমকি

অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে জানান নবান্নে বোমা রাখা আছে৷ The post ফোনে নবান্ন ওড়ানোর হুমকি appeared first on Sangbad Pratidin.
Posted: 07:34 PM Sep 09, 2016Updated: 03:10 PM Sep 09, 2016

স্টাফ রিপোর্টার: ফের বোমাতঙ্ক৷ কলকাতা বিমানবন্দরের পর এবার তালিকায় সরকারি প্রশাসনিক ভবন নবান্ন৷ শুক্রবার সকাল ৯.২২ নাগাদ নবান্নর কন্ট্রোল রুমে একটি উড়ো ফোন আসে৷ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে জানায় নবান্নে বোমা রাখা আছে৷ ঠিক দুপুর দু’টোয় বিস্ফোরণ হবে বলেও হুমকি দেওয়া হয়৷ এর জেরে ছড়ায় তীব্র আতঙ্ক৷

Advertisement

এরপরই শুরু হয় জোরকদমে পুলিশি তল্লাশি৷ নবান্নে চলে আসেন পুলিশের বড়কর্তারা৷ প্রতিটি তলায় তন্নতন্ন করে খোঁজা শুরু হয়৷ পুলিশ কুকুর দিয়েও তল্লাশি চালানো হয়৷ ভিভিআইপিরা যেখানে বসেন সেখানে শুরু হয় চিরুনি তল্লাশি৷ নবান্নের কর্মী, আধিকারিক-সহ সকলের ব্যাগ ভালভাবে তল্লাশি করা হয়৷ দেখা হয় পরিচয়পত্রও৷ শেষ পর্যন্ত সন্দেহজনক কিছুই মেলেনি৷ প্রতিদিনই নবান্নে প্রবেশের ক্ষেত্রে কড়া নজরদারি থাকে৷ এদিন বোমাতঙ্কের জেরে তা আরও বাড়ানো হয়৷

পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালিয়ে তেমন কিছুই  পাওয়া যায়নি বলেই জানা গেছে৷

The post ফোনে নবান্ন ওড়ানোর হুমকি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement