shono
Advertisement

মোদির বায়োপিকের পর নমো টিভির সম্প্রচারের উপর বিধিনিষেধ আরোপ কমিশনের

কোন কোন শর্ত আরোপ হয়েছে ওই চ্যানেলের বিরুদ্ধে? The post মোদির বায়োপিকের পর নমো টিভির সম্প্রচারের উপর বিধিনিষেধ আরোপ কমিশনের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:15 PM Apr 10, 2019Updated: 03:32 PM Apr 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই শুরু হচ্ছে গোটা দেশে সপ্তদশ লোকসভা নির্বাচন৷ তার আগে ইতিমধ্যেই বাধার মুখে পড়েছে প্রধানমন্ত্রীর বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’৷ তার উপর আবার নমো টিভির সম্প্রচারের উপরে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন৷

Advertisement

[ আরও পড়ুন: নির্বাচন শেষের আগে মুক্তি পাবে না মোদির বায়োপিক, সাফ জানাল কমিশন]

মার্চ মাসে আচমকাই নমো টিভি নামে এই চ্যানেলটির সম্প্রচার শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সমস্ত কাজকর্মের প্রচারের জন্য চালু হয়েছে ওই চ্যানেলটি৷ তারপর থেকেই চ্যানেলটির বিরুদ্ধে সমালোচনায় সরব বিরোধীরা। ভোটের আগে শুধুমাত্র প্রচারের স্বার্থে এই চ্যানেলটি চালু করেছে বিজেপি বলে অভিযোগ করেন রাজনীতিকরা৷ তৃণমূলও এই চ্যানেলটি ঘোর বিরোধী৷ প্রচার মঞ্চ থেকে এই ইস্যুতে চাঁচাছোলা ভাষায় আক্রমণও শানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিরোধীদের সমালোচনা সত্ত্বেও দিব্যি রমরমিয়ে সম্প্রচারিত হচ্ছে চ্যানেলটি৷ তবে প্রথম দফার লোকসভা নির্বাচনের আগে এই চ্যানেলের সম্প্রচারের উপর কোপ বসাতে চলেছে কমিশন৷ বুধবার বিকেলে নির্বাচন কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচনের সময় এমন কোনও কিছু বৈদ্যুতিন মাধ্যমে চলা উচিত নয়, যা পরিস্থিতিকে অযাচিতভাবে কোনও বিশেষ দলের অনুকূলে এনে দিতে পারে। কমিশনের নির্দেশে এই কথাও বলা হয়েছে যে যে জায়গায় নির্বাচনী বিধি চালু রয়েছে সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও বিশেষ প্রার্থীর জন্য বৈদ্যুতিক মাধ্যমকে ব্যবহার করা উচিত নয়।

[ আরও পড়ুন: রাফালে ইস্যুতে বড় ধাক্কা সরকারের, কেন্দ্রের আপত্তি খারিজ সুপ্রিম কোর্টের]

প্রথম দফার নির্বাচনের দিনই মুক্তি পাওয়ার কথা ছিল বিবেক ওবেরয় অভিনীত ‘পিএম নরেন্দ্র মোদি’র৷ তবে তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস৷ সেই মামলার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলেই জানিয়ে দেয় দেশের সর্বোচ্চ আদালত৷ বুধবার সকালে ওই ছবি মুক্তি আপাতত স্থগিত করে দেয় নির্বাচন কমিশন৷ ভোট চলাকালীন ‘পিএম নরেন্দ্র মোদি’ মুক্তি পাওয়ার যে কোনও সম্ভাবনা নেই, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে৷ শুধু প্রেক্ষাগৃহেই নয়, নমো টিভিতেও দেখানো যাবে না এই ছবিটি৷ নিন্দুকরা বলছেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে নাকি ভোটের আবহে বেশ খানিকটা বিড়ম্বনায় গেরুয়া শিবির৷ তার উপর আবার নমো টিভি সম্প্রচারের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ হওয়ায় আরও খানিকটা কোণঠাসা বিজেপি৷

The post মোদির বায়োপিকের পর নমো টিভির সম্প্রচারের উপর বিধিনিষেধ আরোপ কমিশনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement