shono
Advertisement

মনমোহনের মতো শিক্ষিত প্রধানমন্ত্রীর অভাব বোধ করছে দেশ, তোপ কেজরির

পরোক্ষে খোঁচা নরেন্দ্র মোদিকে? The post মনমোহনের মতো শিক্ষিত প্রধানমন্ত্রীর অভাব বোধ করছে দেশ, তোপ কেজরির appeared first on Sangbad Pratidin.
Posted: 04:26 PM May 31, 2018Updated: 04:41 PM May 31, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনমোহন সিংয়ের মতো শিক্ষিত প্রধানমন্ত্রীর অভাববোধ করছে দেশবাসী৷ বৃহস্পতিবার এই মন্তব্যেই বিতর্ক বাড়িয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ তাঁর নিশানা যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তা বলার অপেক্ষা রাখে না৷

Advertisement

[  হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে গিয়েও ধাক্কা, প্লে-স্টোর থেকে উধাও রামদেবের মেসেজিং অ্যাপ ]

আন্তর্জাতিক বাজারে টাকার দাম ক্রমশ কমছে৷ সেই সংক্রান্ত একটি খবরই পোস্ট করে কেজরিওয়াল লেখেন, দেশবাসী এখন মনমোহন সিংয়ের মতো একজন শিক্ষিত প্রধানমন্ত্রীর অভাব অনুভব করছে৷ ডঃ মনমোহন সিং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শুধু নন, তিনি একজন বিশ্বখ্যাত অর্থনীতিবিদও বটে৷ একদা রিজার্ভ ব্যাংকের গভর্নরও ছিলেন৷ ফলে দেশের অর্থনীতিকে কীভাবে সচল রাখতে, কীভাবে সংকট মোকাবিলা করতে হয়, তা তাঁর থেকে ভাল আর কেউ জানেন না৷ সেই বার্তাই প্রচ্ছন্ন রয়েছে কেজরির এই টুইটে৷ তবে তাঁর বার্তায় পরোক্ষে খোঁচা আছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও৷ রাজনৈতিক মহলের একাংশ বলছেন, প্রাক্তনের শিক্ষাগত যোগ্যতার কথা বলে বর্তমানকেই কৌশলে বিঁধলেন কেজরি৷ যদিও অতীতে এই মনমোহন সিংয়ের বিরুদ্ধেই আন্দোলনে নেমেছিলেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী৷

এর আগেও কেজরি ও আম আদমি পার্টির সদস্যরা শিক্ষাগত যোগ্যতার প্রশ্নে বিঁধেছেন মোদিকে৷ দিনকয়েক আগে বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন মোদি৷ সে সময় কংগ্রেস নেতা সঞ্জয় ঝা নিজের মার্কশিট পোস্ট করে সার্টিফিকেট চ্যালেঞ্জ জানিয়েছিলেন মোদিকে৷ কৌশলে সেই ইস্যুকেই খুঁচিয়ে দিয়েছেন কেজরি৷ এদিকে দিল্লির জল সংকট নিয়েও বিজেপিকে একহাত নিয়েছেন কেজরি৷ দিনকয়েক আগেই এ বিষয়ে তিনি চিঠি লিখেছিলেন মোদিকে৷ হরিয়ানার তরফ থেকে রাজধানীতে যে জল আসত তা বন্ধ হয়েছে এবারই৷ তোপ দেগে কেজরি বলেন, বিজেপির নোংরা রাজনীতির কারণে কষ্টে ভুগছেন রাজধানীর মানুষরা৷

The post মনমোহনের মতো শিক্ষিত প্রধানমন্ত্রীর অভাব বোধ করছে দেশ, তোপ কেজরির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement