shono
Advertisement

আদালতে জাতীয় সঙ্গীত নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেক্ষাগৃহে হ্যাঁ, কিন্তু আদালতের এজলাসে নৈব নৈব চ! দেশের সবধরনের আদালতে এজলাস বসার আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ প্রসঙ্গত, বুধবার এই সুপ্রিম কোর্টই দেশের ছোট-বড় প্রেক্ষাগৃহে ছবি শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক বলে একটি মামলায় রায় দিয়েছিল৷ দু’দিন পরেই এক আইনজীবী আদালতের এজলাস শুরু […]
Posted: 07:26 PM Dec 02, 2016Updated: 01:56 PM Dec 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেক্ষাগৃহে হ্যাঁ, কিন্তু আদালতের এজলাসে নৈব নৈব চ! দেশের সবধরনের আদালতে এজলাস বসার আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ প্রসঙ্গত, বুধবার এই সুপ্রিম কোর্টই দেশের ছোট-বড় প্রেক্ষাগৃহে ছবি শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক বলে একটি মামলায় রায় দিয়েছিল৷

Advertisement

দু’দিন পরেই এক আইনজীবী আদালতের এজলাস শুরু আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক করার আবেদন জানিয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হন৷ কিন্তু সেই মামলা সুপ্রিম কোর্ট ঠেলে দেয় নিম্ন আদালত৷ তারপরেই সুপ্রিম কোর্ট এই আবেদন সংক্রান্ত মামলাটি খারিজ করে দেয়৷

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আগের রায়ে বলা হয়েছিল, দেশের সমস্ত প্রেক্ষাগৃহে জাতীয় সঙ্গীত বাজানোর সময় উঠে দাঁড়ানো প্রত্যেক দেশবাসীর কর্তব্য৷ তবে এদিনের মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, দেশের সর্বোচ্চ আদালতের রায় শুধুমাত্র প্রেক্ষাগৃহের ক্ষেত্রেই বহাল থাকবে, অন্যত্র নয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement