shono
Advertisement

‘এক কুওয়ারা…’ রুবেল! বন্ধুর বিয়েতে চুটিয়ে নাচ ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের সৃজনের

আসর একেবারে মাতিয়ে দিয়েছেন ছোটপর্দায় তারকা।
Posted: 03:26 PM May 31, 2023Updated: 05:29 PM May 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুর বিয়ে আর রুবেল নাচবেন না, তা কেমন করে হয়! যেই না গান শুরু হল। একেবারে সামনের সারিতে চলে এল ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের সৃজন। ব্যস! জমে গেল বিয়ের আসর।

Advertisement

উত্তর ২৪ পরগনার বারাসতের ছেলে রুবেল। অভিনেতা হওয়ার আগে নাচই ছিল তাঁর ধ্যানজ্ঞান। শুধু ডান্সার নয় কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন। ‘বেপরোয়া’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেছিলেন রুবেল। পরে ছোটপর্দায় কাজ শুরু করেন ‘ভানুমতীর খেল’ সিরিয়ালের মাধ্যমে। এখন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে সৃজন হয়ে দিব্যি কাজ করছেন।

[আরও পড়ুন: ‘আশাহত করব না…’, দেবের নায়িকা হয়ে মন্তব্য ‘মিঠাই’ সৌমিতৃষার]

বুধবার বন্ধুর বিয়েতে নাচের ভিডিও আপলোড করেন অভিনেতা। ক্যাপশনে লেখেন, “বন্ধু তোর বিয়েতে যদিও অনেক সতর্কবার্তা দিলাম, বললাম যে করিস না, করিস না। তাও বলছি জীবনে একটা ভাল কাজ করলি এতদিনে, অনেক শুভেচ্ছা, আগামী জীবন সুখের হোক, দু’জনকে খুব ভালবাসি।”

বন্ধুকে সতর্কবার্তা দিলেও রুবেল নিজে প্রেমসাগরে বেশ কিছুদিন হল ডুব দিয়েছেন। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি, এমনটাই খবর। যদিও বন্ধুর বিয়েতে ‘মস্তি’র মুডেই ছিলেন ছোটপর্দার তারকা। বন্ধুকে টেনে নিয়েই ‘এক কুওয়ারা’ গানে নেচে মাতিয়ে দিয়েছেন আসর।

[আরও পড়ুন: প্রকাশ্যে বাতকর্ম! এ কী কাণ্ড প্রিয়াঙ্কা চোপড়ার? নিজেই ফাঁস করলেন ‘গোপন কথাটি’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার