shono
Advertisement

মুকুটে নয়া পালক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের পিছনে ফেলে বিশ্বসেরার তালিকায় নেহা কক্কর

ভারতে তো বটেই, এমনকী এশিয়াতেও তিনিই সেরা।     The post মুকুটে নয়া পালক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের পিছনে ফেলে বিশ্বসেরার তালিকায় নেহা কক্কর appeared first on Sangbad Pratidin.
Posted: 11:19 AM May 08, 2020Updated: 11:19 AM May 08, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড গায়িকা নেহা কক্করের মুকুটে নতুন পালক। রিয়ালিটি শোয়ে বিচারকের আসন থেকে বলিউডের বিগ বাজেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চ, সুরের জাদুতে মাতিয়ে রেখেছেন তিনি। শ্রেয়া ঘোষালের পরই যদি বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রিতে কোনও গায়িকার নাম নেওয়া হয়, নিঃসন্দেহে সেখানে নেহা কক্করের নাম উঠে আসবে। তাঁকে ঘিরে বিতর্কও কিছু কম হয়নি। ভারতীয় সংগীত দুনিয়ার সেই গায়িকার নামের পাশেই এবার যোগ হল নয়া খেতাব। এশিয়া সেরা গায়িকার খেতাব জিতলেন নেহা কক্কর। তবে চমকপ্রদ ব্যাপার হল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুই গায়ক বিলি ইলিশ, যিনি কিনা তাবড় তাবড় অনুষ্ঠানের রেড কার্পেট মাতান, তাঁকেও পিছনে ফেলে দিয়েছেন বলিউডের এই গায়িকা। শুধু তাই নয়, নিকি মিনাজ, সেলিয়ানা গোমসের মতো তারকারাও হার মেনেছে নেহা কক্করের অনুরাগী সংখ্যার কাছে।

Advertisement

সম্প্রতি ExActs_Charts নামক এক সংস্থার তরফে সারা বিশ্বের মহিলা শিল্পীদের জনপ্রিয়তার ভিত্তিতে এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ‘মোস্ট ভিউয়ড মহিলা আর্টিস্ট’দের প্রথম দশের পরিসংখ্যানে নাম রয়েছে নেহা কক্করের। তাও আবার তালিকার দ্বিতীয় স্থানেই। শীর্ষস্থানে রয়েছেন কার্ডি বি। বিশ্বের তাবড় গায়িকাদের পিছনে ফেলে দিয়ে ইউ টিউবে দ্বিতীয় স্থানে (Most Viewed Female Artist In YouTube) রয়েছেন নেহা। অর্থাৎ ২০১৯ সালে সারা বিশ্বে যেসব মহিলা শিল্পীদের কাজ সবথেকে বেশি দেখা হয়েছে, নেহা সেই তালিকার দ্বিতীয় স্থানে।

[আরও পড়ুন: লকডাউনে বাড়তে থাকা গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে সচেতনতা প্রচারে নামলেন রিচা চাড্ডা]

আরিয়ানা গ্র্যান্ডে, নিকি মিনাজ, সেলেনা গোমজ এবং বিলি ইলিশকেও পিছনে ফেলে একলাফে এই জায়গায় উঠে এলেন বলিউড গায়িকা। তবে হঠাৎ করেই নেহার এমন জনপ্রিয়তার শিখরে ওঠার কারণ? ভারত এবং প্রতিবেশী দেশগুলিতে নেহার একটা বিরাট সংখ্যক গুনমুগ্ধ শ্রোতা আগে থেকেই রয়েছে। তবে, সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে নেহার ‘গোয়া বিচ’।  যেখানে নেহার সঙ্গে গান গেয়েছেন তাঁর ভাই টনি কক্কর। সেই গানের সুবাদেই ১৮০ মিলিয়ন মানুষের মন জিতে নিয়েছেন নেহা।

সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, ইউটিউবে নেহার দর্শকসংখ্যা মোট ৪.৫ বিলিয়ান। এই বিরলতম সাফল্যকে এককথায় মাইলফলকও বলা যেতে  পারে নেহার কেরিয়ারে। কারণ খুব কম সংখ্যকই ভারতীয় গায়ক-গায়িকারাই ইউটিউবে এমন দর্শকসংখ্যা পেয়েছেন এযাবৎকাল! স্বাভাবিকবশতই এই সংবাদে উচ্ছ্বসিত নেহা কক্কর। আবেগাপ্লুত গায়িকা সোশ্যাল মিডিয়ায় সেই রিপোর্ট পোস্ট করে নিজেই জানান দিয়েছেন এই সুখবর।

[আরও পড়ুন: ‘একসঙ্গে এত কিছু দেখতে হবে কখনও ভাবিনি!’, ভাইজাগ গ্যাস দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন টলিউড  ]

The post মুকুটে নয়া পালক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের পিছনে ফেলে বিশ্বসেরার তালিকায় নেহা কক্কর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement