shono
Advertisement

হজযাত্রীদের জন্য সুখবর, এবার অ্যাপেই মিলবে একগুচ্ছ সুবিধা

কী কী সুবিধা পাবেন তীর্থযাত্রীরা? The post হজযাত্রীদের জন্য সুখবর, এবার অ্যাপেই মিলবে একগুচ্ছ সুবিধা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:17 PM Aug 18, 2018Updated: 08:47 PM Aug 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পবিত্র হজ যাত্রায় প্রতি বছরই মক্কায় ভিড় জমান মুসলিম সম্প্রদায়ের লোকেরা৷ আর এ বছর সেই ভিড় প্রায় দ্বিগুণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ কারণ, এই প্রথমবার হজ যাত্রায় শামিল হওয়ার অনুমতি পেয়েছেন মহিলারাও৷ আর তাই সাধারণ মানুষের সুবিধার্থে নয়া উদ্যোগ নিল সৌদি আরব৷ এবার অ্যাপের মাধ্যমেই জেনে নেওয়া যাবে হজ যাত্রার খুঁটিনাটি তথ্য৷

Advertisement

[হ্যাক হচ্ছে ইনস্টাগ্রাম, কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার অ্যাকাউন্টটি?]

চলতি বছর মক্কায় প্রায় ২০ লক্ষ মানুষ উপস্থিত হবে বলে জানাচ্ছেন হজ যাত্রার দায়িত্ব থাকা কর্তা ব্যক্তিরা৷ ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৬ লক্ষ তীর্থযাত্রী মরু দেশে পৌঁছে গিয়েছে বলে খবর৷ আগামী সপ্তাহে এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে৷ মক্কায় বয়স্কদের জন্য থাকে হুইলচেয়ারের ব্যবস্থা৷ সাধারণ জন্য প্রাথমিক চিকিৎসার বন্দোবস্তও রাখা হয়৷ অনেকেই প্রথমবারের জন্য বাড়ি থেকে এত দূরে তীর্থযাত্রায় বের হন৷ স্বাভাবিকভাবেই চিন্তিত থাকেন পরিবারের লোকজন৷ তবে এবার অনেকটাই স্বস্তিতে থাকতে পারবেন তাঁরা৷ সৌজন্যে সৌদি আরবের হজমন্ত্রক৷

[সুখবর, এবার স্বল্প খরচেই অনলাইনে ভাড়া পাওয়া যাবে স্মার্টফোন]

মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে মক্কায় পৌঁছানো মানে জীবনের একটা বড় স্বপ্নপূরণ৷ আর সেই স্বপ্নপূরণে যাতে কোনওকিছুই বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য ‘স্মার্ট হজ’ অ্যাপ এনেছে সৌদি৷ হজের যাত্রাপথ থেকে মেডিক্যালের খুঁটিনাটি সবকিছুই জেনে নেওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে৷ অ্যাপটির নাম অ্যাসেফনি৷ তীর্থযাত্রীদের সুবিধার্থেই এই নতুন অ্যাপটি বাজারে এনেছে সৌদি আবরের রেড ক্রেসেন্ট৷ কোনওরকম মেডিক্যাল সাহায্যের প্রয়োজন হলে এই অ্যাপের মাধ্যমেই নিজের লোকেশন ও প্রয়োজনের কথা জানাতে পারবেন তীর্যযাত্রীরা৷ এছাড়াও সৌদি হজমন্ত্রক আরেকটি অ্যাপের কথা জানিয়েছে৷ মানসিকানা অ্যাপ৷ যাঁরা ইংরাজি কিংবা উর্দু ভাষা জানেন না তাঁরা যে কোনও শব্দ ট্রান্সলেট করে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে৷

The post হজযাত্রীদের জন্য সুখবর, এবার অ্যাপেই মিলবে একগুচ্ছ সুবিধা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement