shono
Advertisement

জঙ্গি হামলা থেকে শিক্ষা, অনুমতি ছাড়া বন্দুক বিক্রি নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড

দেশজুড়ে অবাধে আগ্নেয়াস্ত্র কেনাবেচায় কড়া হাতে রাশ৷ The post জঙ্গি হামলা থেকে শিক্ষা, অনুমতি ছাড়া বন্দুক বিক্রি নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড appeared first on Sangbad Pratidin.
Posted: 12:35 PM Mar 21, 2019Updated: 08:15 PM Jun 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা ঘটনায় পালটে দিয়েছে অনেক কিছু৷ আর তা থেকে যথাযথ শিক্ষাও নিয়েছে নিউজিল্যান্ড৷ ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকবাজের হামলায় ৪৯ জনের প্রাণহানির পর দেশের বন্দুক আইনে বদল আনছে প্রশাসন৷ অবিলম্বে অ্যাসল্ট রাইফেল এবং সেমি-অটোমেটিক বন্দুকের অঢেল কেনাবেচায় বসছে নিষেধাজ্ঞা৷ এক স্কুলের অনুষ্ঠানে ক্রাইস্টচার্চে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জেসিকা আর্ডের্ন৷

Advertisement

ক্রাইস্টচার্চ হামলায় ফেসবুকে উচ্ছ্বাস, দেশ থেকে বিতাড়িত আরবের যুবক

তাঁর কথায়, ‘আজ আমি ঘোষণা করছি, সবরকম মিলিটারি সেমি-অটোমেটিক রাইফেল বিক্রি নিষিদ্ধ করছি৷ অ্যাসল্ট রাইফেলেও নিষেধাজ্ঞা আনছি৷ প্রয়োজনে দ্রুত বিল এনে এটা কার্যকর হবে৷ এর ফলে কেউ ইচ্ছেমতো অস্ত্র কিনতে পারবে না৷ কিনতে হলে, পুলিশের কাছে আবেদন জানাতে হবে৷আমি নিশ্চিত, অনেকেই এমন আবেদনের আগে দু’বার ভাববেন৷’ একইসঙ্গে তিনি জানিয়েছেন, ম্যাগাজিন এবং বন্দুক তৈরির অন্যান্য যন্ত্রপাতি বিক্রিতেও জারি হচ্ছে নিষেধাজ্ঞা৷ ১৩ মার্চ ক্রাইস্টচার্চের সন্ত্রাসবাদী হামলায় যে আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছিল, তা যেন দেশে অবাধে বিক্রি হতে না পারে, সেই ব্যবস্থা পাকা করতে চাইছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী৷  এর জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ইনসেনটিভ চালুর ব্যবস্থাও করছে আর্ডের্ন প্রশাসন৷ আগ্নেয়াস্ত্র এতদিন যাঁরা খরচ করে কিনেছিলেন, নতুন আইন চালু হলে, সেসব ফেরৎ দিতে হবে৷ এভাবেই শুরু হবে অস্ত্র উদ্ধার পর্যায়৷ আর ক্রেতাদের সমমূল্যের ইনসেভটিভ দেওয়া হবে৷ এর জন্য আলাদা বাজেট বরাদ্দ হচ্ছে৷ নিউজিল্যান্ডের অর্থে ১০০ থেকে ২০০ ডলার অস্ত্রের ইনসেনটিভের জন্য প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে৷

ফ্রান্সের পথে হেঁটে এবার মাসুদকে নিষিদ্ধ করতে তৎপর জার্মানি

প্রধানমন্ত্রী জেসিকা আর্ডের্ন জানিয়েছেন, নতুন আইনে অযাচিতভাবে কারও কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলে, ৪ হাজার ডলার পর্যন্ত জরিমানার সংস্থান থাকছে৷ অস্ত্র আইনে এমন বড়সড় বদল ঘটানোয় সরকারের পাশে দাঁড়িয়েছেন বিরোধীরাও৷ জেসিকার কথায়, ‘দেশের অধিকাংশ বিরোধী দলই এই আইন বদলের পক্ষে৷ আমি অত্যন্ত খুশি এবং আত্মবিশ্বাসী যে কাজটা আমরা দ্রুত করতে পারব৷’ গত ১৩ মার্চ রাজধানী ক্রাইস্টচার্চের দুটি মসজিদ – আল নূর এবং লিনউডে নমাজ চলাকালীন রাইফেলে গুলি চালাতে চালাতে ঢুকে পড়ে এক বন্দুকবাজ৷ নির্বিচার গুলিতে ৪৯ জনকে হত্যা করে৷ এমন মর্মান্তিক ঘটনার পর নিজে সেখানকার ইসলাম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী৷ তার পরপরই দেশের অস্ত্র আইনে এমন বদল আনার ভাবনাকে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ডবাসী৷
 

Christchurch shooting aftermath: New Zealand bans sale of assault, semi-automatic rifles

Read @ANI story | https://t.co/xD3CBlmyuA pic.twitter.com/jRKhsNLBEU

— ANI Digital (@ani_digital) March 21, 2019

The post জঙ্গি হামলা থেকে শিক্ষা, অনুমতি ছাড়া বন্দুক বিক্রি নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement