shono
Advertisement

মহালয়ার একমাস পর দুর্গাপুজো! আগামী বছরই ঘটবে এই নজিরবিহীন ঘটনা

আশ্বিনে হবে না দেবীর বোধন, কেন জানেন? The post মহালয়ার একমাস পর দুর্গাপুজো! আগামী বছরই ঘটবে এই নজিরবিহীন ঘটনা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:42 AM Oct 04, 2019Updated: 11:42 AM Oct 04, 2019

গৌতম ব্রহ্ম: এক সপ্তাহ নয়, দু’সপ্তাহও নয়৷ আগামী বছর মহালয়ার একমাস পর দুর্গাপুজো! যা কিনা শারদোৎসবের ইতিহাসে নজিরবিহীন৷ এমনিতে মহালয়ার ছ’দিন পরই হয় দেবীর বোধন৷ সেইভাবেই বাঙালি পুজোর প্রস্তুতি নেয়৷ এবছরও মহালয়ার আগের দিন থেকে কলকাতায় পুজোর উদ্বোধন শুরু হয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দুর্গাপুজো কাটাতে চান? এসব কাজ ভুলেও করবেন না ]

কিন্তু সামনের বছর মহালয়ার ৩৫ দিন পর দুর্গাপুজো৷ মহালয়া ১৭ সেপ্টেম্বর৷ আর দেবীর বোধন, অর্থাৎ মহাষষ্ঠী ২২ অক্টোবর৷ পুরোহিতদের দাবি দু’টি অমাবস্যা পড়ায় মল মাস হয়ে যাবে ১৪২৭ বঙ্গাব্দের আশ্বিন মাসে৷ তাই এই সমস্যা৷ পুজো তাই সামনের বছর শরতে নয়, হেমন্তে৷ শারদীয়া উৎসবও তাই হবে হৈমন্তিক৷ এমনটাই জানালেন পুরোহিত নন্দদুলাল চক্রবর্তী৷ তাঁর মতে, ‘‘এমন ঘটনা আগে কখনও ঘটেছে বলে মনে করতে পারছি না৷’’ বিশুদ্ধসিদ্ধান্ত ও গুপ্তপ্রেস, দু’টো পঞ্জিকাই এই ব্যাপারে একমত৷

[ আরও পড়ুন: পাঠশালায় শেখানো হচ্ছে চণ্ডীপাঠ, শ্লোক শিখতে লম্বা লাইন পুরোহিতদের ]

পুরোহিতরা জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর আশ্বিনের প্রথম দিন মহালয়া৷ ওই দিন অমাবস্যা পড়েছে৷ ১৬ অক্টোবর ফের অমাবস্যা৷ দুই অমাবস্যার ফাঁদে মল মাস হয়ে গিয়েছে আশ্বিন৷ ফলে কোনও শুভ কাজ এই মাসে হবে না৷ সেই কারণেই পুজো পিছিয়ে কার্তিকে চলে যাচ্ছে৷ তবে, মহালয়ার দিন নিয়ম মেনেই পিতৃতর্পণ হবে৷ শুধু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ‘আশ্বিনের শারদ প্রাতে’ বলার ৩৫ দিন পর হবে অকালবোধন৷

The post মহালয়ার একমাস পর দুর্গাপুজো! আগামী বছরই ঘটবে এই নজিরবিহীন ঘটনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার