shono
Advertisement

প্রয়াত বিতর্কিত মুসলিম ধর্মগুরু, রেখে গেলেন ২০৩ সন্তান

ইসলাম ধর্মগ্রন্থ কোরানের এক্কেবারে অন্যরকম ব্যাখ্যা দিয়েছিলেন তিনি৷ The post প্রয়াত বিতর্কিত মুসলিম ধর্মগুরু, রেখে গেলেন ২০৩ সন্তান appeared first on Sangbad Pratidin.
Posted: 02:32 PM Jan 31, 2017Updated: 10:08 AM Jan 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন ১৩০ জন মহিলার স্বামী মহম্মদ বেলো আবু বকর৷ রেখে গেলেন ২০৩ জন সন্তানকে৷

Advertisement

একশোরও বেশি মহিলাকে বিয়ে করার জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন নাইজেরিয়ার এই প্রাক্তন মুসলিম ধর্মগুরু৷ শনিবার অজানা এক রোগে মৃত্যু হয় ৯৩ বছরের আবু বকরের৷ তাঁর আত্মসহায়ক জানান, কয়েকদিন ধরে কঠিন রোগে ভুগছিলেন তিনি৷ রবিবার নিগার রাজ্যের বিদার বাসিন্দার শেষকৃত্যে অনুগামীদের ভিড় উপচে পড়েছিল৷

(যৌন কেলেঙ্কারিতে জড়াল পাঁচ প্রিমিয়ার লিগ ক্লাবের নাম)

ইসলাম ধর্মগ্রন্থ কোরানের এক্কেবারে অন্যরকম ব্যাখ্যা দিয়েছিলেন তিনি৷ তাঁর মতে, ইসলাম ধর্ম যত ইচ্ছে পত্নী রাখার অনুমতি দেয়৷ সেই কারণেই একের পর এক নিকা করে গিয়েছেন তিনি৷ যদিও তাঁর মতামতের বিরোধিতা করেছিলেন একাধিক মুসলিক ধর্মপ্রচারক৷ ২০০৮ সালে ধর্মগুরুরা তাঁর বিরুদ্ধে এককাট্টা হন৷ তাঁদের দাবি ছিল, ৪৮ ঘণ্টার ভিতর ৮৬ জন স্ত্রীয়ের মধ্যে ৮২ জনকে ডিভোর্স দিতে হবে আবু বকরকে৷ যদিও সেসব কথা কানে তোলেননি তিনি৷ তাঁর মতে পূণ্যের কাজ করেছেন তিনি৷ এতেই উপরওয়ালার কাছে তাড়াতাড়ি পৌঁছনো যাবে৷ আবু বকরের মতাদর্শ নিয়ে বিতর্ক থাকলেও অনেকেই তাঁর পন্থা অবলম্বন করেছেন৷ তাঁর মৃত্যুকে শোকাহত হাজার হাজার নাইজেরীয়৷

(ভিনগ্রহে প্রাণের খোঁজ পেতে আরও একধাপ এগোল নাসা)

The post প্রয়াত বিতর্কিত মুসলিম ধর্মগুরু, রেখে গেলেন ২০৩ সন্তান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement