সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভ্যালেন্টাইন উইকে লাল গোলাপ, এক বাক্স চকোলেট উপহার পেলেন নীলাঞ্জনা শর্মা। চারদিকে এখন প্রেমের মরশুম। প্রেমদিবসের আগে মাখোমাখোভাবে পালন হচ্ছে রোজ ডে, চকোলেট ডে। আর দুয়ারে ভ্যালেন্টাইনস ডে কড়া নাড়তেই বিশেষ উপহার পেলেন নীলাঞ্জনা। সেই ছবির ক্যাপশনে, 'আদতেই ভালোবাসি' লিখে নতুন জল্পনা উসকে দিলেন প্রযোজক। তাহলে কি যীশু পরবর্তী অধ্যায়ে নীলাঞ্জনার মনেও গুটি গুটি পায়ে ধরা দিয়েছে বসন্ত? কৌতূহল অস্বাভাবিক নয়!
গত একটা বছরে নীলাঞ্জনার (Nilanjana Sharma) জীবনে বহু ঝড়ঝাপটা বয়ে গিয়েছে। মাতৃহারা হওয়ার পর যিশু সেনগুপ্তর সঙ্গে তাঁর দু দশকের দাম্পত্য ভাঙার খবরে তোলপাড় হয়ে গিয়েছে বিনোদুনিয়া। দুই মেয়ে সারা, জারাকে আঁকড়ে ধরে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন তিনি। সম্প্রতি হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের শেষ দিনে সেটে এসে 'বস লেডি' হিসেবে ধরা দিয়েছেন। তবুও ব্যক্তিগত জীবনের শূন্যতা কি আর এত সহজে কাটে? গত বুধবার মায়ের বাৎসরিক কাজ সেরে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নীলাঞ্জনা শর্মা। তবে ওই যে মায়ের কাছ থেকেই পাঠ পেয়েছেন, 'জীবনে ফিরে তাকাতে নেই।' তাই নিজের মতো করে পথে এগিয়ে চলেছেন। এবার তাঁর ইনস্টাগ্রামে উঁকি দিতেই দেখা গেল একবাক্স চকোলেট আর লাল গোলাপ। তাহলে কি নীলাঞ্জনার জীবনেও নতুন কেউ এসেছে? স্বাভাবিকভাবেই তাঁর শেয়ার করা ছবি দেখে নানা গুঞ্জন শরু হয়েছে। অনেকে তো নীলাঞ্জনাকে সরাসরি জিজ্ঞেসই করে ফেললেন যে, তিনি প্রেম করছেন কিনা!
কী উত্তর 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকের প্রযোজকের? সংবাদমাধ্যমকে নীলাঞ্জনা জানিয়েছেন, এই উপহার এমন একজন দিয়েছেন, যিনি তাঁর খেয়াল রাখেন, তাঁকে পছন্দ করেন। এপর্যন্ত পড়েই মনে হবে তাঁর জীবনে নতুন কেউ এসেছে। তবে খানিক পরেই পুরোটা খোলসা করলেন নীলাঞ্জনা। বললেন, এই চকোলেটের বাক্স এবং গোলাপ উপহার এসেছে তাঁর 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকের অভিনেত্রী তানিয়া রায়ের তরফে। প্রেমের সপ্তাহে তিনিই প্রযোজককে বিশেষ উপহার পাঠিয়েছেন।
