shono
Advertisement

‘কাবুল দখলের পর আশঙ্কা ছিল, কাশ্মীরে পা রাখতে পারেনি তালিবান’, আশ্বস্ত করছে সেনা

সীমান্তে সতর্ক পাহারাতেই আফগান তালিবানরা ঢুকতে পারেনি, বলছেন সেনা অফিসার।
Posted: 04:27 PM Jun 01, 2023Updated: 04:27 PM Jun 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালের আগস্টে কাবুল দখল করেছিল তালিবান (Taliban)। সেই সময় থেকেই গুঞ্জন চরমে ওঠে, এবার কাশ্মীরে (Kashmir) প্রবেশ করতে পারে তালিবান। কিন্তু শেষপর্যন্ত তেমন কিছু ঘটেনি। কোনও তালিবানই উপত্যকায় পা ফেলতে পারেনি। এমনটাই দাবি এক সিনিয়র সেনা অফিসারের। চিনার কর্পসের লেফটেন্যান্ট জেনারেল এ ডি এস আজিলা জানাচ্ছেন, কেবল তালিবান নয়, পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যার কোনও ছাপও কাশ্মীরে পড়তে দেয়নি ভারতীয় সেনা। তবে তাতে নিশ্চিন্ত না হয়ে যে কোনও রকম অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে সেনা।

Advertisement

ঠিক কী জানাচ্ছেন, ওই সেনা অফিসার? সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ”তালিবান ২.০ প্রতিষ্ঠা হওয়ার সময় থেকে আশঙ্কা তৈরি হয়েছিল। কাশ্মীর নিয়ে উদ্বেগ ছিল। কিন্তু শেষপর্যন্ত এমন কিছু ঘটেনি। পাক অধিকৃত কাশ্মীরের দিক থেকে এমন গুঞ্জন ভেসে এসেছিল বটে। কিন্তু এপারে তার কোনও প্রভাব পড়েনি। আফগানি তালিবানদের কোনও অনুপ্রবেশ এখানে ঘটেনি। এখনও পর্যন্ত আমরা পেরেছি বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে।”

[আরও পড়ুন: মাসের শুরুতেই স্বস্তি, একলাফে অনেকটা কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম]

এরই পাশাপাশি তিনি কথা বলেছেন পাকিস্তানের (Pakistan) বর্তমান পরিস্থিতি নিয়েও। তাঁর কথায়, ”আমরা সবাই জানি কী হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সেনা শিবির সব দিকেই সমস্যা। দেশটি যেভাবে চলছিল, তাতে এটা ঘটা বাধ্যতামূলক ছিল। কেবলই সময়ের অপেক্ষা।” সেই সঙ্গে তাঁর দাবি, সীমান্তের এপারে ভারতীয় সেনা এই বিষয়ে সতর্ক রয়েছে।

[আরও পড়ুন: ‘কংগ্রেসের প্রতিশ্রুতি মেটাতে দেউলিয়া হয়ে যাবে দেশ’, রাজস্থানে তীব্র কটাক্ষ মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement