সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন বাদে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের একসঙ্গে খেলার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা পুরোপুরি খারিজ করে দিল বিসিসিআই (BCCI)। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে জানিয়ে দেওয়া হল, আগামী মার্চ মাসে বাংলাদেশে আয়োজিত এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ টুর্নামেন্টে কোনও পাকিস্তানি ক্রিকেটারকে সুযোগ দেওয়া হবে না। বিসিসিআই সূত্রের খবর, এশিয়া একাদশে পাঁচজন ভারতীয় ক্রিকেটার থাকবেন। বাকিরা থাকবেন বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান থেকে।
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের যুগ্ম সচিব জয়েশ জর্জ বলেছেন, “আমরা যতদূর জানি, এশিয়া একাদশের হয়ে কোনও পাকিস্তানিকে খেলতে দেখা যাবে না। আমাদের এমনই জানানো হয়েছে। ফলে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের একসঙ্গে খেলার কোনও প্রশ্নই ওঠে না। এশিয়া একাদশে খেলার জন্য পাঁচজন ক্রিকেটারকে পাঠানো হবে বলে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে। এখন, কাদের পাঠানো হবে এবং কতজনকে পাঠানো হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়।” ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের জটিলতার মধ্যে দুই দেশের ক্রিকেটাররা একসঙ্গে খেললে তা নিয়ে যে বেশ জলঘোলা হত, তাতে সন্দেহ নেই। তাই, বিতর্ক এড়াতে আগেভাগেই পাকিস্তানকে বয়কটের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বিসিসিআই।
[আরও পড়ুন: নিরাপত্তা নিয়ে ভারতকে কটাক্ষ পাক বোর্ড চেয়ারম্যানের, মোক্ষম জবাব দিল BCCI]
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahman) জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ ও ২১ মার্চ ঢাকায় দুটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। এই ম্যাচে এশিয়া একাদশের বিরুদ্ধে খেলবে বিশ্ব একাদশ। বাংলাদেশের তরফে প্রাথমিকভাবে ভারতের কাছে সাতজন ক্রিকেটারকে চাওয়া হয় এশিয়া একাদশের হয়ে খেলার জন্য। সেই সাতজন ক্রিকেটার হলেন. কোহলি, রোহিত, বুমরাহ, হার্দিক, ভুবি, জাদেজার এবং ধোনি। সেই প্রস্তাব নিয়ে আলোচনার পর বিসিসিআই প্রাথমিকভাবে পাঁচ জনকে বাংলাদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
The post বিসিসিআইয়ের চাপ! এশিয়া একাদশে সুযোগ পাচ্ছেন না কোনও পাকিস্তানি ক্রিকেটার appeared first on Sangbad Pratidin.