shono
Advertisement

আদালত চত্বরেই গুলি করে খুন করা হল কুখ্যাত গ্যাংস্টারকে

আদালত চত্বরে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। The post আদালত চত্বরেই গুলি করে খুন করা হল কুখ্যাত গ্যাংস্টারকে appeared first on Sangbad Pratidin.
Posted: 03:41 PM May 11, 2017Updated: 10:11 AM May 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুষ্কৃতীদের গুলি আলাদত চত্বরেই খুন হল কুখ্যাত গ্যাংস্টার বাবলু দুবে। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।

Advertisement

বিহারের কুখ্যাত এই গ্যাংস্টার সন্তোষ ঝায়ের ডান হাত হিসেবে কাজ করত বাবলু। একাধিক অপহরণ ও মৃত্যুর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মোড়ল জওহর শাহর খুনের ঘটনায় গত কয়েকমাস ধরে বেতিয়া জেলে ছিল বাবলু। সেই মামলাতেই বেতিয়া আদালতে তোলা হচ্ছিল তাকে। আর সেখানেই ঘটল এই ঘটনা।

[ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে বিএসএফের তীব্র গুলির লড়াই]

আদালতে নিয়ে যাওয়ার সময় ওই চত্বরেই তার দিকে তাক করে দুষ্কৃতীরা গুলি ছোড়ে। সূত্রের খবর, মোটরবাইকে পিস্তল হাতে দুই ব্যক্তি সওয়ার হয়ে আসে। তারপরই বাবলুকে লক্ষ্য করে পাঁচবার গুলি ছোড়ে তারা। সেখানেই লুটিয়ে পড়ে বাবলু। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কিন্তু আদালত চত্বরে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

[ওড়িশার নন্দনকানন দাপিয়ে বেড়াচ্ছে এই  খুদে ‘বাহুবলী’]

বছর দুয়েক আগে দ্বারভাঙায় দুই ইঞ্জিনিয়ার খুনে নাম জড়িয়েছিল সন্তোষ ঝা ও তার দলের। সেই দলেরই অন্যতম সদস্য বাবলু। এর পাশাপাশি গত বছর নেপালের নামী ব্যবসায়ী সুরেশ কেড়িয়াকে বীরগঞ্জ থেকে অপহরণের অভিযোগ ছিল বাবলুর বিরুদ্ধে।

The post আদালত চত্বরেই গুলি করে খুন করা হল কুখ্যাত গ্যাংস্টারকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার