shono
Advertisement

সুখবর, এবার স্বল্প খরচেই অনলাইনে ভাড়া পাওয়া যাবে স্মার্টফোন

কীভাবে ভাড়া নেবেন দামী স্মার্টফোন? The post সুখবর, এবার স্বল্প খরচেই অনলাইনে ভাড়া পাওয়া যাবে স্মার্টফোন appeared first on Sangbad Pratidin.
Posted: 08:17 PM Aug 15, 2018Updated: 02:05 PM Mar 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  iPhone X কিনবেন ভাবছেন? কিন্তু পকেট অনুমতি দিচ্ছে না৷ নো টেনশন৷ কারণ এবার দামী মোবাইল না কিনে ভাড়া নিতে পারবেন আপনিও৷ RentoMojo নামের একটি ওয়েবসাইট সাধারণ গ্রাহকদের জন্য এই আকর্ষণীয় অফার এনেছে৷ সংস্থার তরফে জানানো হয়েছে, iPhone-সহ একাধিক জনপ্রিয় কোম্পানির স্মার্টফোন শর্তসাপেক্ষে ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ এই ওয়েবসাইট লগইন করে গ্রাহকরা iPhone X, iPhone 8, Google Pixel 2, Samsung Galaxy S9 ও Samsung Galaxy Note 8-এর মতো দামী স্মার্টফোন ভাড়া নিতে পারবেন৷ ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত এই ফোনগুলি ভাড়া নেওয়া যাবে৷ মোবাইল পিছু কমপক্ষে দু’হাজার টাকা থেকে সাড়ে ন’হাজার টাকা খরচ করলে স্মার্টফোন ভাড়া নেওয়া যাবে৷

Advertisement

[ভুলেও এই পাসওয়ার্ডগুলি ব্যবহার করছেন না তো? সাবধান!]

সংস্থার দাবি, দুই বছরের জন্য iPhone X ভাড়া নিলে গ্রাহকের মাসে খরচ পড়বে প্রায় সাড়ে চার হাজার টাকা৷ ছ’মাসের জন্য ভাড়া ধার্য করা হয়েছে ৯ হাজার ২৯৯ টাকা৷ দু’বছর ব্যবহারের পরে iPhone X কিনে নিতে চাইলে গ্রাহককে অতিরিক্ত ১৫ হাজার টাকা দিতে হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷ তবে, কিস্তির শুরুতে একটু বেশি মাশুল গুনতে হবে গ্রাহককে৷ ফোনের সুরক্ষা বাবদ অতিরিক্ত ৫০০ টাকা দিতে হবে গ্রাহককে৷ ফোন ভাড়া নিতে গেলে জমা রাখতে হবে সরকারের দেওয়া পরিচয়পত্র৷ ফোনের ভাড়া চুকে গেলে গ্রাহককে ফিরিয়ে দেওয়া হবে তাঁর নথি৷

[স্বাধীনতা দিবসে বিক্রি শুরু JioPhone 2-এর, কীভাবে কিনবেন হ্যান্ডসেটটি?]

আইফোন ভাড়া দেওয়ার পাশাপাশি Google Pixel 2, Samsung Galaxy S9 ও Samsung Galaxy Note 8-এর মতো দামী স্মার্টফোন ভাড়া নিতে পারবেন গ্রাহকরা৷ মোবাইল পিছু ভাড়া নির্ধারণও করা হয়েছে৷ দু’বছরের জন্য Google Pixel 2 ভাড়া নিলে প্রতিমাসে দিতে হবে ২ হাজার ৯৯টাকা৷ iPhone 8, Samsung Galaxy S9 ও Samsung Galaxy Note 8 ফোনের জন্য একই ভাড়া ধার্য করেছে অনলাইন ওই সংস্থাটি৷

The post সুখবর, এবার স্বল্প খরচেই অনলাইনে ভাড়া পাওয়া যাবে স্মার্টফোন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement