shono
Advertisement

ফের সঞ্জয় দত্তের বায়োপিক, এবার ‘সঞ্জু’ তৈরি করছেন রামগোপাল

আসল সত্যিটা দেখাতে চান পরিচালক। The post ফের সঞ্জয় দত্তের বায়োপিক, এবার ‘সঞ্জু’ তৈরি করছেন রামগোপাল appeared first on Sangbad Pratidin.
Posted: 09:03 PM Jul 21, 2018Updated: 12:26 PM Jul 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও বক্স অফিসে রমরমিয়ে চলছে ‘সঞ্জু’। ইতিমধ্যেই বলিউডের সেরা পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছে। রণবীরের জীবনের সবচেয়ে বড় হিট। কিন্তু এক ছবিতে কি কোনও মানুষের সম্পূর্ণ জীবন দেখানো সম্ভব! বিশেষ করে সেই মানুষটার নাম যদি সঞ্জয় দত্ত হয়। চেষ্টাও করেননি পরিচালক রাজকুমার হিরানি। কয়েকটি বিষয়কেই প্রাধান্য দিয়েছেন তিনি। পরিচালকের সেই দৃষ্টিভঙ্গীকে অনুগত শিষ্যের মতো তুলে ধরেছেন রণবীর কাপুর। তাঁর অভিনয়ের প্রশংসাই চারদিকে। কিন্তু এমনও অনেকে রয়েছেন, যাঁদের এ ছবি পছন্দ হয়নি। এই তালিকাতেই রয়েছে রামগোপাল ভার্মার নাম। রাজকুমারের দৃষ্টিভঙ্গী রামুর তেমন ভাল লাগেনি। কারণ তাতে সব সত্যি তুলে ধরা হয়নি। এবার সেই সত্যি দেখানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পরিচালক নিজে। এবার তিনি সঞ্জয় দত্তের জীবনকে পর্দায় তুলে ধরতে চলেছেন। হ্যাঁ, এবার সঞ্জয় দত্তের বায়োপিক তৈরি করবেন রামগোপাল ভার্মা।

Advertisement

[পালটে যাচ্ছে মুন্না ভাইয়ের ‘সার্কিট’! কাকে দেখা যাবে?]

শোনা গিয়েছে, নিজের ছবিতে সঞ্জয় দত্তের ইমেজ শোধরানোর চাইতে ৯৩ সালের মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণের উপর জোর দেবেন রামু। মায়ের মৃত্যুর পর কীভাবে সঞ্জয় দত্ত মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন? নারীদের প্রতি কতটা আসক্ত ছিলেন? কেন তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল? কারা এই হুমকি দিয়েছিল? তার জেরে কেন বেআইনি অস্ত্র সঞ্জয় নিজের কাছে রাখলেন? সমস্ত কাহিনি রামগোপালের ছবিতে দেখানো হবে। ৯৭ সালে সঞ্জয়কে নিয়ে ‘দৌড়’ সিনেমা তৈরি করেছিলেন রামু। সাফল্যের মুখ দেখেনি সে ছবি। কিন্তু তখন সঞ্জয়ের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে ওঠে তাঁর। সেই সুবাদেই বিনোদনের চটক বাদ দিয়ে সঞ্জয়ের জীবনের আসল সত্যিটা তুলে ধরতে চান রামগোপাল বর্মা। সূত্রের খবর সঠিক হলে রামুর ছবির নাম হতে চলেছে ‘সঞ্জু: দ্য রিয়েল স্টোরি’।

[বড়পর্দায় ফের একসঙ্গে অজয় ও সইফ, ছবির নাম জানেন?]

The post ফের সঞ্জয় দত্তের বায়োপিক, এবার ‘সঞ্জু’ তৈরি করছেন রামগোপাল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement